বিনোদন

নাট্যচর্চার এক দশকের সাফল্য অর্জন নৈহাটি ব্রাত্যজনের

Naihati Bratjan celebrates a decade of success in theatre

Truth Of Bengal: বাংলা নাট্যাঙ্গনের অন্যতম স্বনামধন্য দল নৈহাটি ব্রাত্যজন। তাদের গৌরবময় ১০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য নাট্যোৎসব আয়োজন করেছে তারা। ৬ দিনব্যাপী এই বিশেষ উৎসব আগামী ২৫ থেকে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে আকাদেমি অফ্ ফাইন আর্টস, কলকাতায়।

নাট্যচর্চার এক দশকের সাফল্য উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানে থাকছে ১১টি মঞ্চনাটক, অঙ্গনে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা। এই বর্ণময় উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং বিশেষ অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কৃত করবেন মন্ত্রী রথীন ঘোষ ও মন্ত্রী সুজিত বসু।

বাংলার নাট্য সংস্কৃতির অগ্রগতি ও প্রসারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে ‘ব্রাত্যজন সম্মান’ প্রদান করা হবে। তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে এবছরের নাট্যোৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। উৎসবের ৬ দিনে ১১টি মঞ্চ নাটকের পাশাপাশি প্রতিদিন থাকবে নানান রকমের উপস্থাপনা।

নাট্যদলগুলির অভিনব পরিবেশনা দর্শকদের এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা দেবে বলে আশা করা যায়। নৈহাটি ব্রাত্যজনের এই প্রচেষ্টায় বাংলা নাট্যজগত আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের নাট্যকর্মীদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। নাটকের আলোয় উদ্ভাসিত এই ৬ দিন হবে নাট্যপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই বিশেষ নাট্য উৎসব উপলক্ষে সকল নাট্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমী ও সাধারণ জনগণকে উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছে নৈহাটি ব্রাত্যজন।

Related Articles