
Truth Of Bengal: প্রয়াত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। অ্যাম্বুলেন্স আনার জন্য হাসপাতালে ফোন করা হয়। তবে, অ্যাম্বুলেন্স আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিয়া ও রাইমার বাবা। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেত্রী রাইমা সেন। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের বিয়ের এক বছরের মধ্যেই জন্ম হয় রাইমা সেনের। তার প্রায় দু বছর পরেই রিয়ার জন্ম হয়। বিয়ে ও দুই সন্তানের পরে নিজের অভিনয় সফর শুরু করেন সুচিত্রাকন্যা।
চুটিয়ে অভিনয় তো করেইছেন। ২০১৪ সালে মুনমুন শুরু করেন নিজের রাজনৈতিক কেরিয়ার। তৃণমূলের টিকিটে জেতেন বাঁকুড়া লোকসভা থেকে। অভিনয় হোক বা রাজনৈতিক সফর, বরাবর ভরতকে পাশে পেয়েছেন মুনমুন। রিয়া-রাইমার কাছে তিনি ‘বেস্ট ড্যাড’।
গত ২৮ সেপ্টেম্বর বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন রাইমা। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বাবা। আমাদের সমস্ত স্বপ্ন তুমি সত্যি করেছো। এখনও এত ফুরফুরে মনের মানুষ ও ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড’।