বিনোদন

মুন্নির খোঁজে মুনিয়া, প্রকাশ্যে ‘Munjya’ ছবির টিজার

Munjya in search of Munjya, 'Munjya' teaser released

The Truth Of Bengal : বলিউডের মুভি অথচ চমকপ্রদ কিছু থাকবে না তা তো হতেই পারে না। এবার প্রকাশ্যে এলো সেরকমই একটি মুভির টিজার। সম্প্রতি, ম্যাডক ফ্লিমস স্ত্রী এবং ভেদিয়ার পরে প্রকাশ্যে আনলো একটি নতুন হরর-কমেডি ছবির টিজার। মুভিটির নাম “মুনিয়া”। আর এই ছবি টিজার প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় উঠেছে কমেন্টের ঝড়।

শর্বরী, মোনা সিং, অভয় ভার্মা এবং সত্যরাজ অভিনীত “মুনিয়া” এর নির্মাতারা আসন্ন কমেডি এবং হরর নাটকের একটি আকর্ষণীয় টিজার প্রকাশ্যে এনেছেন। ১ মিনিট ২৩ সেকেন্ডের টিজারটি “মুনিয়া” জগতের একটি আভাস দেয়। মুভিটি আবর্তিত হয়েছে “মুনিয়া” কে ঘিরে। শ্রোতাদের হৃদয়ে ভয় সঞ্চার করতে মুনিয়াকে বিভিন্ন কার্যকলাপ করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। মুনিয়াতে ভারতের প্রথম CGI নায়ক কে দেখানো হবে।

টিজারটিতে বলিউড সুপারস্টার সালমান খানের ২০১০ সালের ব্লকবাস্টার ফিল্ম দাবাং এর একটি জনপ্রিয় গান বেজে ওঠে। আর মুনিয়া সেই গানের উৎস খুঁজে বের করতে একটি শহরে প্রবেশ করে। আর এখানেই শেষ হয় টিজারের পর্ব। বাকিটা পরে প্রকাশ পাবে, আর তাতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে! হরর-কমেডিতে ভরপুর এই ছবিটি মুক্তি পাবে আগামী ৭ ই জুন।

Related Articles