ছেলের সাফল্যে গর্বিত মা প্রিয়াঙ্কা, কি করল সহজ?
Mother Priyanka, proud of her son's success, what did she do?

Truth Of Bengal: তারকা সন্তানদের জীবন নিয়ে বরাবরই কৌতুহলের শেষ নেই সাধারণ মানুষের মনে। তা সে বলিউড হোক বা টলিউড। আর টলিউডের স্টার কিডদের মধ্যে একজন হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজ। প্রায়ই ছেলে সহজের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।
প্রিয়াঙ্কার ছেলের বয়স এখন ১১ বছর। আর এই বয়সেই মাকে গর্বিত করে তুলল ছোট্ট সহজ। ছেলের সেই কৃতিত্ব সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেত্রী। তবে মাত্র ১১ বছর বয়সে ছোট্ট সহজ কি করল জানেন কি? মাত্র ১১ বছর বয়সেই বই লিখে ফেলেছে সহজ। আর সেই কারণেই ছেলে সহজের কারণে গর্বিত প্রিয়াঙ্কা।
View this post on Instagram
প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নিয়েছেন। প্রিয়াঙ্কা জানান, সহজ একটি বই লিখেছে আর তার লেখা সেই বই প্রকাশিতও হয়েছে। যার নাম ‘দ্য় এনচ্যন্টেড গিটার’। ছেলের লেখা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। ছেলের লেখা বই হাতে ছবিও দিয়েছেন তিনি।
যে বইয়ের হলুদ প্রচ্ছদ গিটার-এর ছবি। সেই ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন…’। এরপর সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা আর সহজকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, সামনেই আসছে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘বৃষ্টির রাত্রি’। যেখানে সমকামীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।শেষবার প্রিয়াঙ্কাকে রবিন্স কিচেন সিনেমাতে দেখা গিয়েছে।