বিনোদন

এবার সুস্মিতা-লারার উত্তরসূরী শ্বেতা?

Miss Universe 2023

The Truth of Bengal: প্রতিবছর বিশাল সমারোহের সাথে আয়োজিত হয় মেস ইউনিভার্স প্রতিযোগিতা। ফের আরেকবার আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা। সুস্মিতা সেন, লারা দত্ত আর তারপর হারনাজ সাঁধু। তিন তিনজন ভারতীয় কন্যা মিস ইউনিভার্স এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের মাথায় মুকুট এনে দিয়েছে। ১৮ নভেম্বর সালভাদারের রাজধানী সান সালভাদারের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হবে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। জানা যাচ্ছে ৯০ টি দেশ অংশগ্রহণ করবে এবারের প্রতিযোগিতায়।

মিস ডিভা ২০২৩ ভারতের পক্ষ থেকে অংশ নেবেন। ১৬ ই নভেম্বর রাত নটায় এই প্রতিযোগিতার আসর বসে গিয়েছে। ভারতীয়রা ১৯ শে নভেম্বর সকাল সাড়ে ছটা থেকে মিস ইউনিভার্স এর ইউটিউব চ্যানেল এবং এক্স অ্যাকাউন্টে সম্পূর্ণ প্রতিযোগিতাটি দেখতে পারবেন। তবে এবার ২০২৩ এর উত্তরসূরী কে হতে পারেন জানেন? জানা যাচ্ছে ভারতীয় প্রতিযোগী এবারের জন্য যিনি মনোনীত হয়েছেন তার নাম শ্বেতা সারদা।

তিনি ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে উপস্থাপন করবেন। শ্বেতা মিস ডিভা ইউনিভার্স ২০২৩- এর বিজয়ী ছিলেন। ইন্দিরা গান্ধী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ এই ২২ বছরের তরুণী চন্ডিগড়ের বাসিন্দা। পেশায় তিনি একজন মডেল এবং নৃত্যশিল্পী। ডান্স দিওয়ানে, ডান্স প্লাস এবং ডান্স ইন্ডিয়া ডান্স এর মত বড় প্ল্যাটফর্মে অংশ নিয়েছিলেন শ্বেতা। এবার তাকে দেখা যাবে মিস ইউনিভার্স এর মঞ্চে।

Free Aceess