বিনোদন

অলৌকিক ঘটনা অভিনেতা রনিত রায়ের সঙ্গে, জানুন কি ঘটেছে

Miracles with actor Ronit Roy, find out what happened

The Truth Of Bengal : ৯০ এর দশকের বিখ্যাত অভিনেতা রনিত রায় বাংলা হিন্দি তামিল থেকে শুরু করে বিভিন্ন ধারাবাহিকে কাজ করে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন। জন্মসূত্রে বাঙালি এই অভিনেতা জীবনের অনেকটা সময় মুম্বাইতে কাটিয়েছেন। বাঙালি হলেও আমেদাবাদে তিনি তার ছোটবেলা অতিক্রান্ত করেছেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করা এই তারকা শুটিংয়ের জন্য এবার পৌঁছলেন শান্তিনিকেতন থেকে পূর্ব বর্ধমানের আউসগ্রামের রাজবাড়িতে। শান্তিনিকেতনে গিয়ে তিনি প্রথমে কঙ্কালীতলায় পুজো দিতে যান।

সম্প্রতি একটি পোস্ট সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রনিত রায় মন্দিরের পূজো দেওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, ” মা কালী ও ভোলেবাবা আমাকে টেনে এনেছেন, তাই আমি এসেছি। আহা কী সুন্দর ভাবে পুজো দিলাম! মায়ের মন্দিরে পুজো দেব। আমি লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎই কোথা থেকে একজন উদয় হলেন, আমাকে সোজা নিয়ে গেলেন মায়ের কাছে। পুরোহিত মশাই পুজো নিলেন। মনে হচ্ছিল, ভোলেবাবা আমার জন্যই গোটা মন্দিরটা খুলে দিয়েছেন। যদিও সেই সময় বাইরে অনেকে লাইনে দাঁড়ানো। আমি আমার পুজো শেষ করলাম, এ ছাড়াও অনুরাগীদের কাছ থেকে এত ভালোবাসা পেলাম, সেটাও প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব।”

 

View this post on Instagram

 

A post shared by Ronit B Roy (@ronitboseroy)

সূত্রের খবর, বিশাল ফুরিয়া দ্বারা পরিচালিত ‘মা’ ছবির শুটিংয়ের জন্য আগামী ৬ই এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনেই থাকবেন তিনি। সোনাঝুরির হাট-সহ বেশ কিছু জায়গায় রণিত ও কাজলের এই ছবির শুটিং চলবে জোর কদমে। আগামী ৭ এপ্রিল কলকাতায় ফিরবেন তিনি।

Related Articles