বিনোদন

‘তুফানে’র সাফল্য কামনায় কালীঘাটে মিমি

Mimi at Kalighat wishing success to 'Tufane'

The Truth Of Bengal :  কালীঘাটে নায়িকার ঝটিকা সফর, শুক্রবারই ‘তুফান’-এর প্যান ইন্ডিয়া রিলিজ হল। আর শনিবার সকালেই কালীঘাটে পুজো দিলেন মিমি।বরাবরই ঈশ্বরে বিশ্বাসী মিমি চক্রবর্তী। শত ব্যস্ততার মাঝেও বাড়িতে লক্ষ্মী, সরস্বতী পুজো থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানই পালন করেন তিনি। নিজের হাতেই পুজোর জোগাড় করেন অভিনেত্রী। সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন মিমি। এবার অভিনেত্রীকে দেখা গেল কালীঘাটে। পরনে গোলাপি সালোয়ার। কানে ঝুমকোজোড়া। যৎসামান্য মেকআপ। কালীঘাটে মায়ের মন্দিরে ভক্তিভরে পুজো দিলেন তিনি। আরতি করার পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালতেও দেখা যায় তাঁকে। নিজের হাতে আরতি করেন নায়িকা। দেবীকে ছুঁয়ে প্রণাম সারেন। মন্দির থেকে মিমি বেরোতেই তাঁকে ঘিরে নিজস্বী তোলার ভিড় ভক্তদের।  হাসিমুখে কয়েক জনের  আবদার মেটান অভিনেত্রী। তার পরেই দ্রুত দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির উদ্দেশে পা চালান।  যেতে যেতে উপস্থিত সাংবাদিকদের হাতে প্রসাদ তুলে দেন। বলেন, “মা জানেন, আমার কী প্রার্থনা। তাই আলাদা করে কিছু চাইনি। জানি, ঠিক প্রার্থনা পূরণ হবে।”

উল্লেখ্য, মিমি চক্রবর্তী ও শাকিব খানের ‘তুফান’ ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে। বৃহস্পতিবারই কলকাতায় সিনেমার প্রচারে ‘তুফানি’ জুটি শাকিব খান ও মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল। মঞ্চে সুপার ডুপার হিট ‘উরা ধুরা’ গানে মাত করার পাশাপাশি নিন্দুকদের বাংলা ভাষায় সিনেমা দেখার নিদানও দিতে শোনা যায় তাঁকে। বুধবার ‘তুফান’-এর প্রচারের জন্যই কলকাতায় পা রেখেছিলেন শাকিব খান। শুক্রবার রিলিজের পরের দিনই কালীঘাটে পুজো দিতে দেখা গেল মিমি চক্রবর্তীকে।

Related Articles