বিনোদন

Rakhi Sawant: ক্রমশ সুস্থ হচ্ছেন মারাঠি কুইন! “প্লীজ ফিরে এসো…মা”- মন ভালো নেই রাখির

Marathi Queen is gradually recovering! "Please come back...mom"- Rakhi's mind is not good

The Truth of Bengal: মায়ের কথা ভীষণ মনে পড়ছে বলিউডের এন্টারটেইনমেন্ট কুইন রাখি সাওয়ান্তের। কিছুদিন আগেই অভিনেত্রী তার মাকে হারিয়েছিলেন। সেই সময় থেকে একের পর এক খারাপ সময় এসেই চলেছে অভিনেত্রীর জীবণে। তাছাড়াও সম্প্রতি তাঁর টিউমারের অস্ত্রোপচারের জন্য হাসপাতালেও অভিনেত্রীকে ভর্তি হতে হয়। তবে এদিন হঠাৎই মা’কে স্মরণ করে রাখি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট শেয়ার করেছেন। যেখানে ভিডিও’তে দেখা যাচ্ছে, নজর লাগার ফলে বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েরা কিভাবে সন্তানদের আগলে রাখেন এবং নজর কাটানোর জন্য যেগুলি সাধারণ করে থাকেন, সেই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করতে।

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “মা আমি বেঁচে আছি কিন্তু একা, আমি তোমাকে অনেক মিস করি, প্লিজ ফিরে এসো আমার কাছে, আমার কেউ নেই, আমার মন খারাপ, আমার তোমার কথা মনে পড়ছে”। যা দেখা মাত্র রাখির অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। একজন অনুরাগী রাখিকে উদ্দেশ্য করে লেখেন, “রাখি তোমাকে শক্ত থাকতে হবে, আমরা তোমার পাশে আছি”, আরও এক অনুরাগী লেখেন, “একটা গভীর অন্ধকার রাত্রী শেষে…….উজ্জ্বল দিন আসে……শক্ত থাকুন এবং অপেক্ষা করুন ভালো সময়ের জন্য, ভালো থাকুন”।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

রাখির জীবনটা আসলেই একটা সাপ সিঁড়ি খেলার মতোই। বলিউডের বাদশা শাহরুখ খান থেকে শুরু করে মারাঠি ইন্ডাস্ট্রির টপ আইটেম ডান্সার হিসেবে কাজ করেছেন তিনি। তবে তাঁর হার্ডালস গুলি কম ছিল না। বিয়ে করার পর বিবাহ বিচ্ছেদ, এরপর প্রেম এসেছে কিন্তু কেউই শেষ পর্যন্ত থাকেনি তাঁর সঙ্গে। তিনি এক বিশেষ সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন, এখন যারা তাঁকে ভালোবাসে বা যারা তাঁর সঙ্গে সম্পর্ক গড়তে চায় তাঁরা কেউ রাখিকে মন থেকে ভালোবাসে না, শুধুমাত্র পয়সার লোভ এবং ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ করিয়ে নেওয়ার জন্য তাঁরা রাখিকে ব্যবহার করেন মাত্র। তাই বোধহয় একাকীত্ব গ্রাস করছে অভিনেত্রীকে ক্রমশ, বলেই মনে করছেন ক্রিটিকরা। এর আগেও অভিনেত্রীকে যখন হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখনও অভিনেত্রীকে মায়ের কথা মনে করতে দেখা গিয়েছিল। সাহসি রাখি বলেছিলেন, “আর কিছুক্ষণের মধ্যেই আমার অস্ত্রোপ্রচার হবে। বন্ধুরা, আমি খুবই যন্ত্রণায় আছি। আমার শরীরে বাসা বেঁধেছে একটি বিশ্রী টিউমার। সেই টিউমারটি ডাক্তাররা আমার শরীর থেকে কেঁটে বাদ দিয়ে দেবেন। হাসতে-হাসতে যাব। হাসতে-হাসতে ফিরে আসব। ঠিক আগের মতোই জীবন কাটাব।” এরপরই কাঁদতে-কাঁদতে রাখি স্মরণ করেছিলেন তাঁর মাকে।

Related Articles