বিনোদন

টলিউডে অভিনয় করতে আসছেন মারাঠি অভিনেতা? কে এই অভিনেতা জানেন?

Marathi actor coming to act in Tollywood

The Truth of Bengal: টলিউডে অভিনয় করতে আসছেন মারাঠি অভিনেতা উমাকান্ত পাতিল। ডা. স্বর্ণায়ু মৈত্রের আগামী ছবি ‘ভামিনী’-র হাত ধরেই টলিউডে পা রাখতে চলেছেন উমাকান্ত। পেশায় চিকিৎসক স্বর্ণায়ু এর আগে তথ্যচিত্র, ছোট ছবি বানিয়েছেন। এবার বড়পর্দার জন্য ছবি বানানোর পালা। তাঁর প্রথম বাংলা ছবি “ভামিনী”। সেখানে নায়কের ভূমিকায় দেখা যাবে ‘জওয়ান’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-খ্যাত মারাঠি তারকা উমাকান্ত পাতিলকে। তাঁকে দেখা গিয়েছে রোহিত শেট্টির পুলিশ ব্রহ্মাণ্ডের ছবি ‘সূর্যবংশী’, অক্ষয় কুমারের ‘সার্কাস’-এও। আগামী ছবিতে তাঁকে প্রচুর বাংলা বলতে হবে। সেই আনন্দে খুব তাড়াতাড়ি বাংলা শিখে ফেলছেন অভিনেতা। একথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

টানটান রহস্যে বোনা গল্পের পটভূমিকায় এক নারীর লড়াইয়ের গল্প ‘ভামিনী’। যে উত্তরবঙ্গের ‘গমীরা নাচ’-এর অন্যতম শিল্পী অধ্যাপিকা সুহিতা। এই সুহিতার ভূমিকাতেই দেখা যাবে প্রিয়াঙ্কাকে। যিনি এই মুহূর্তে নিয়মিত ‘গমীরা নাচ’-এর তালিম নিচ্ছেন। টলিউডের কোনও নায়িকা এই প্রথম ‘গমীরা নাচ’ পর্দায় পরিবেশ করতে চলেছেন। তাঁর প্রেমিক ও সহকর্মী কমলের চরিত্রে থাকছেন তথাগত মুখোপাধ্যায়। স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসার ইন্দ্র-র চরিত্রে থাকছেন উমাকান্ত। সুহিতার বাড়িতে আশ্রিতা তিনজন মেয়ে বাহা, মুন্নি আর মেঘা। সকলে মিলে “গমীরা” নাচের দল চালায়। আর সেই গমীরার আড়ালে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই করে।

হঠাৎ শহরে অনৈতিক ভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। যার প্রভাবে অনেক নাবালিকা ও মহিলা মারা যেতে থাকে। সুহিতা ও তার দল এর বিরুদ্ধে লড়াই শুরু করে। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সুহিতার প্রেমিক ও সহকর্মী কমল আর স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসার ইন্দ্র। সুহিতারা কি পারবে এই চক্রের চাঁইকে খুঁজে বের করতে? তার জন্য ছবি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছবিতে বিভিন্ন চরিত্রে থাকবেন সন্দীপ ভট্টাচার্য, ছন্দা করঞ্জি এবং বালুরঘাটের একদল মঞ্চাভিনেতা। কেবলমাত্র বালুরঘাটেই ছবির শুট হবে। প্রযোজনায় ওঙ্কার ফিল্মসের সন্দীপ সরকার।

Related Articles