দীপাবলীতেই আসছে মঞ্জুলিকা ও রুহ বাবা, প্রকাশ্যে ‘ভুলভুলাইয়া ৩’-এর টিজার
Manjulika and Ruh Baba coming on Diwali, 'Bhulbhulaiya 3' teaser released

Truth Of Bengal: এবার দীপাবলীতে গা ছমছমে ভৌতিক অনুভূতির সঙ্গে দমফাটার হাসির মিশ্রণ নিয়ে আসছে মঞ্জুলিকা ও রুহ বাবা। দীপাবলীতেই মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান বিদ্যা বালান ও তৃপ্তি দিমরির ‘ভুলভুলাইয়া ৩’। মোশন পোস্টারের মাধ্যমে আগেই ঘোষণা করা হয়েছিল এবার প্রকাশ্যে এল ছবির টিজারও। টিমের শুক্রবার বিগ ফ্রাইডে চমক চমকে দিয়েছেন সকলকেই। টিজারে আবারও ভয়ানক মঞ্জুলিকার অবতারে বাজিমাত করেছেন বিদ্যা বালান। অন্যদিকে আবারও চমত্কারী রুহ বাবার চরিত্রে চমত্কার দেখিয়েছেন চকলেট হিরো কার্তিক।
২০০৭ সালে মুক্তি ‘ভুলভুলাইয়া ফ্র্যাঞ্জাইজির প্রথম ভাগ। সেখানেই পরিচালকের তুরুপের তাস ছিল মঞ্জুলিকা অবতারে বিদ্যা বালান। এরপর ২০২২ সালে ‘ভুলভুলাইয়া ২’ মুক্তি পেলেও এবং সেখানে মঞ্জুলিকার গল্প থাকলেও সেই চরিত্রে দেখা যায়নি বিদ্যাকে। তাঁর পরিবর্তে মঞ্জুলিকা রূপে দেখা গিয়েছিল তাব্বুকে। তবে এবার ৩ ভাগে আবারও মঞ্জুলিকা রূপে দেখা যাবে বিদ্যাকেই। ইতিমধ্যে টিজারে উঠে এসেছে তার ঝলক। সেখানে শুরুতেই দেখা গিয়েছে শাকচুন্নি দিয়ে শুরু করে স্পষ্ট বাংলা ভাষায় গালিগালাজ করছে মঞ্জুলিকা। এরপরেই একটি সংলাপ শোনা যায় রুহ বাবা ওরফে কার্তিকের গলায়। তাঁকে বলতে শোনা যায়, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য।’ অর্থাত্ বোঝাই যায় বন্ধ দরজা আবারও খুলবে এবং মঞ্জুলিকা আবারও পুরোনো মূর্তি ধারণ করে ভয়ঙ্কর তাণ্ডব করবে। আর এবার ভয়ের পরিমাণ যে কতটা থাকবে তা টিজার দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। তাছাড়াও টিজারে উঠে এসেছে কার্তিক-তৃপ্তির রোম্যান্সের কিছু দৃশ্যও। পাশাপাশি টিজারে ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্জাইজির প্রাণ আমি যে তোমার গানটিও শোনা যায় ব্যাকগ্রাউন্ডে। বাদ পড়েনি হরে কৃষ্ণ হরে রাম গানটিও।
এই ছবি নিয়ে কানাঘুষো একটি গুঞ্জনও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ছবিতে ওকটি ক্যামিও চরিত্রে নাকি দেখা যাবে ধক ধক গার্ল মাধুরী দিক্ষীতকেও। তবে সেরকম কোনও দৃশ্য প্রথম ঝলকে আপাতত উঠে আসেনি। তাই এই খবরের সত্যতা ঠিক কতটা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। ইতিমধ্যেই টিজার প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়েছে দর্শকরা। আগে ‘ভুলভুলাইয়া’ ১ ও ২ ছবিটিও দর্শকমহলে ভালোই সাড়া ফেলে। তাই এই ছবি দর্শকদের মনে কতটা জায়গা করে নেয় তা দেখার জন্য এখন শুধু অপেক্ষা ছবি মুক্তির।