
The Truth of Bengal: অমিতাভ বচ্চনের নিমন্ত্রণ রক্ষা করতেই মুম্বইয়ে গিয়ে জলসায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই জানা গিয়েছিল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েই কথা হবে। জলসা থেকে বেরিয়ে তেমনই খবর দিলেন মুখ্যমন্ত্রী। অমিতাভ বচ্চনকে ‘ভারত রত্ন’ দেওয়ার জন্য জোরালো সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভারত রত্ন’ দেওয়ার ক্ষমতা তাঁর হাতে থাকলে এক সেকেন্ডে বিগ বি-কে তিনি এই সম্মান দিতেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীকে নিরস্ত করে তাঁর সঙ্গে জোড়হাতে নমস্কার বিনিময় করেছেন অমিতাভ।
‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে বুধবার বিকেলে মুম্বই পৌঁছেই সোজা অমিতাভের বাসভবন ‘জলসা’-য় যান মমতা। সেখানে জয়া, অভিষেক, ঐশ্বর্য শ্বেতা-সহ বচ্চন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গল্পের আসরে অমিতাভ-জয়ায় কলকাতায় কাটানো দিনের প্রসঙ্গেও উঠে আসে। মমতা বললেন, ”অনেক ভাল-ভাল কথা হল। অতীতের অনেক প্রসঙ্গেই কথা হল।
অমিতাভজি যখন কলকাতায় নিজের জীবন, পথচলা শুরু করেছিলেন তখনকার কথা… অন্যদিকে জয়াজি, যিনি আমাদের ওখানে (বাংলায়) ‘ধন্যি মেয়ে’ বলে একটি ছবি করেছিলেন, তা নিয়েও কথা হয়। ছবিটা, সেই চরিত্রটা ভীষণ জনপ্রিয়। আমি এই পরিবারটাকে ভীষণ ভালবাসি। আমি মনে করি তাঁরা ভারতের বুকে ১ নম্বর পরিবার।”আলাপে-আড্ডায় মমতার রাজনৈতিক লড়াইয়ের কথা জানতে চান বচ্চন-কন্যা শ্বেতা। তৃণমূলনেত্রী কী ভাবে মাথায় আঘাত পেয়েছিলেন, তা-ও জানতে চান তিনি। মমতা নিজের মোবাইল থেকে পুরোনো সেই ছবি দেখিয়ে পুরো ঘটনার বিবরণ দেন। বস্তুত, এ দিন যে পুরোনো বহু কথা ফিরে এসেছে, মমতা নিজেও সংবাদমাধ্যমকে সে কথা জানান।