‘অ্যানিম্যাল পার্ক’-এ নেই তৃপ্তি! অভিনেত্রীকে রিপ্লেস করলেন জনপ্রিয় এক দক্ষিণী সুন্দরী
Malavika Mohanan replace to Tripti Dimri in Animal Park

The Truth of Bengal: অ্যানিম্যালে পার্ক থেকে বাদ গেলেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। সদ্য বক্সঅফিসে মুক্তি পেয়েছে অ্যানিম্যালের প্রথম পর্ব। ছবিতে রণবীর কাপুরের চরিত্র রনবিজয়ের লাভ ইন্টারেস্ট ছিলেন তৃপ্তি। তবে সিক্যুয়ালে তাঁকে আর দেখা না গেলেও সেই চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহনান। গোটা দেশ জুড়ে এখনও অ্যানিম্যাল ঝড় অব্যাহত। ইতিমধ্যেই বক্স অফিসে দুরন্ত লক্ষ্মীলাভ এই ছবির। তা সত্ত্বেও ‘অ্যানিম্যাল’ ঘিরে শুকু হয়েছে তুমুল সমালোচনা। সব মিলিয়ে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ এখন টক অফ দ্য টাউন। এরমধ্যে নায়িকা বদলের খবর শুনে তৃপ্তির ভক্তদের মন ভেঙেছে।
তবে কেন এই বদল? সূত্র মারফত জানা গিয়েছে, সিক্যুয়েলের নাম ‘অ্যানিম্যাল পার্ক’ হবে তা ছবি পোস্ট ক্রেডিটেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিক্যুয়েলের অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায় আব্রারের ভাই প্রস্থেটিক সার্জারি করে নিজের মুখ রণবীরের মুখের সঙ্গে বদলে ফেলেছেন। আর সেখানে ছিলেন তাঁর প্রেমিকাও। ফলে আগামী ছবিতে খুব সম্ভবত তৃপ্তির চরিত্রটির মুখ বদল করবেন পরিচালক সন্দিপ।
গল্প অনুযায়ী আগামী ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই দেখা যাবে। একজন নায়ক, অন্যজন খলনায়ক। সূত্র বলছে, ছবিতে নায়ক রণবীরের বিপরীতে রাশ্মিকা মন্দানিকেই দেখা যাবে। তবে এই ছবির নতুন চমক হতে চলেছে নতুন নায়িকা মালবিকা মোহন। ইতিমধ্যেই তৃপ্তি অ্যানিম্যাল-এর সৌজন্যে বলিউডে মাটি খুঁজে পেয়েছেন। রাতারাতি খ্যাতির শিখরে উঠেছেন তিনি। এমনকি আইএমডি-র বিচারে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে রয়েছেন তৃপ্তি। এমনকি তাঁকে এখন ন্যাশনাল ক্রাশ বলা হচ্ছে।
Free Access