‘প্রজাপতি’, ‘শাস্ত্রী’র পর এবার ‘সন্তান,ফের বাবার চরিত্রে মহাগুরু
Mahaguru in the role of father once again under the direction of Raj

Truth of Bengal: ‘প্রজাপতি’, ‘শাস্ত্রী’র পর এবার ‘সন্তান। ফের একবার রাজের পরিচালনায় বাবার চরিত্রে মহাগুরু। বাবা ছেলের এক জটিল সম্পর্কের গল্প বলবে এই ছবি। তবে ছবিতে চেনা গল্পের গদেই নতুন গল্প সাজিয়েছেন রাজ চক্রবর্তী। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। তার চরিত্রের নাম শরদিন্দু বোস।
তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী। তার চরিত্রের নাম ইন্দ্রানী সেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যা নিঃসন্দেহে কিছুটা আবেগী করে তুলেছে দর্শকদের। ‘সন্তান’-র ট্রেলার জুড়ে স্পষ্ট বাবা ছেলের সম্পর্কের টানা পোড়েন।
সম্পর্ক এতটা তলানিতে পৌঁছোয় যে ছেলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বাবা। আইনজীবীর কাছে তিনি বলেন, “আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না। আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই।” আর এর পর থেকেই শুরু হয় ছেলে আর বাবার আইনি লড়াই। পাশাপাশি ছবিতে আইনজীবীর ভূমিকায় বেশ রাফ এন্ড টাফ শুভশ্রী।
সবমিলিয়ে চেনা গল্পের মোড়কে সমাজকে এক আবেগী বার্তা দিলে রাজ চক্রবর্তী। ছবিতে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী ছাড়াও অভিনয় করছেন অনুসুয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, অহনা দত্ত। চলতি বছরের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’।