বিনোদন

ভাইজানকে খুনের হুমকি অভিযোগে গ্রেফতার তাঁরই ছবির গীতিকার

Lyricist of his own film arrested for threatening to kill Salman

Truth Of Bengal: ফের সলমন খানকে খুনের হুমকি। তবে, এবার বিষ্ণোই গ্যাং নয়, নেপথ্যে তাঁরই আসন্ন ছবির গীতিকার! হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু যে ভাইজানকে হুমকি, তাই নয়। হুমকি দিয়েছিলেন নিজেকেও, যাতে সন্দেহের তালিকা থেকে বাদ য়ায় তাঁর নাম। কর্নাটক থেকে গ্রেফতার বছর ২৪ –এর ওই যুবক।

গত ৭ নভেম্বর মুম্বই ট্র্যাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইনে একটি বার্তা আসে। বলা হয়, পাঁচ কোটি টাকা না দিলে সলমন ও তাঁর আসন্ন ছবির গীতিকার সোহেল পাশারকে খুন করা হবে।  তদন্ত নেমে চমকে ওঠে পুলিশ। জান যায় হুমকিবার্তা পাঠিয়েছিলেন সোহেল নিজেই। এরপর কর্নাটকের রায়চুর থেকে গ্রেফতার করা হয় তাকে। জেরায় সোহেল জানান, রাতারাতি জনপ্রিয় হয়ে উঠতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। তাঁকে আগামী দুদিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, মহারাষ্ট্রে বাবা সিদ্দিকির হত্যা দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে খুন হলেন সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, উঠছে প্রশ্ন। আর ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকি-খুনের পর থেকেই  চাপ বেড়েছে সলমন খানের। বারংবার খুনের হুমকির পর আরও বাড়লো ভাইজানের নিরাপত্তা।

 

Related Articles