সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিংবদন্তি পরিচালক প্রভাত রায়
Legendary director Prabhat Roy returned home after recovering

The Truth Of Bengal: ১৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী পরিচালক। সূত্রের খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
নিঃসন্তান এই পরিচালকের কাছে একতা ছিল মেয়ের মতো। বাবা বলেও ডাকতেন তাঁকে। নিঃসঙ্গ প্রভাতবাবুর অসুস্থতায় দেখভালের দায়িত্ব নিয়েছিলেন একতা। বুধবার একতা জানান , “এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। আসলে বাবি ডায়ালিসিস করাতে রাজি ছিলেন না। কিন্তু সবার অনুরোধে বুঝতে পেরেছেন তাঁকে সুস্থ থাকতেই হবে।”
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই জ্বর, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। শুধু তাই নয় কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ায় বিগত ৬ দিন ধরে তাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। এরপর বুধবার রাতেই বেসরকারি হাসপাতালে প্রভাত রায়ের প্রথম ডায়ালিসিস হয়। আপাতত পরিচালক ভালো রয়েছেন। প্রবীণ পরিচালকের অসুস্থতার খবর সমাজ মাধ্যমে দিয়েছেন তাঁর আত্মজীবনীর সহলেখক তথা জনপ্রিয় প্রচার অঙ্কন শিল্পী একতা ভর্ট্টাচার্য।
FREE ACCESS