Koel Mallick: ছেলের পরই মায়ের প্রথম পুজো দেখবে ‘ছোট্ট রাজকন্যা’
কোয়েল মল্লিক জানান, এই বছর তাঁদের মল্লিক পরিবারের দুর্গাপূজা ১০১ বছরে পা দিল। এই শতবর্ষ পেরোনো পুজো নিয়ে পরিবারের উৎসাহ এখন তুঙ্গে।
Truth of Bengal: এবারও মহালয়ার সকালে টেলিভিশনের পর্দায় দেবী আদ্যাশক্তি পার্বতী এবং মহিষাসুরমর্দিনীর ভূমিকায় মুগ্ধ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বিশেষ অনুষ্ঠান ‘মাতৃরূপেণ সংস্থিতা’-য় দুর্গারূপে ধরা দেওয়াটা কোয়েলের কাছে যেমন বিশেষ মুহূর্ত, তেমনই তাঁর পুত্র কবীরও এখন বেশ বুঝতে পারে মায়ের এই দেবীর রূপ। তবে এবারের পুজো কোয়েলের জীবনে নিয়ে এসেছে বাড়তি উচ্ছ্বাস। তিনি জানান, “কবীর বুঝতে পারে, দেখেও, তবে আমার মেয়ের এই প্রথম পুজো। ও তো বোঝে না, তবে ওকে নিয়েই এবারের পুজোটা একটু অন্য রকম হতে চলেছে। অনেক শপিং করা হচ্ছে ওর। গতবছর ও আমার ভিতর ছিল, এবার প্রথম পুজো দেখবে (Koel Mallick)।”
আরও পড়ুনঃ নদী থেকে উদ্ধার কিশোরীর গুলিবিদ্ধ দেহ, গ্রেফতার পিতা!
কোয়েল মল্লিক জানান, এই বছর তাঁদের মল্লিক পরিবারের দুর্গাপূজা ১০১ বছরে পা দিল। এই শতবর্ষ পেরোনো পুজো নিয়ে পরিবারের উৎসাহ এখন তুঙ্গে। অভিনেত্রী জানান, পুজো এলেই তিনি এবং তাঁর বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিক, যেন ছোটবেলার কুচোকাঁচাদের মতো উচ্ছ্বসিত হয়ে পড়েন। ফুচকা খাওয়া, অঞ্জলি দেওয়া, কেনাকাটা— সব কিছুতেই ফিরে আসে সেই শিশুসুলভ আনন্দ। কোয়েলের কথায়, “আমরা বাড়ির সকলে এই কয়েকদিন ছেলেবেলায় ফিরে যাই। আমাদের বাড়িতে এই কদিন প্রচুর অতিথি থাকেন (Koel Mallick)।”
Truth of Bengal fb page:https://www.facebook.com/share/1GbdnH1jqc/
কোয়েল আরও বলেন, ছোটবেলার স্মৃতিতে ভিড় করে আসে মজার সব প্রতিযোগিতা: “ছোটবেলায় আমরা ভাইবোনেরা প্রতিযোগিতা করতাম, কে আগে গিয়ে প্রসাদ দিয়ে আসতে পারে। এখানেই শেষ নয়, পাশাপাশি সকলে অপেক্ষা করতাম কখন পাশের মাঠে গিয়ে ফুচকার প্রতিযোগিতা করতে পারব।” হাসতে হাসতে কোয়েল মল্লিক চ্যালেঞ্জের সুরে জানান, “জানেন আমি ৫০টা ফুচকাও খেয়ে নিতে পারি। ফুচকা নিয়ে আমায় কোনও চ্যালেঞ্জ নয়।” সব মিলিয়ে, মায়ের প্রথম পুজো, কবীরের আনন্দ আর পারিবারিক ঐতিহ্যের উৎসব নিয়ে জমজমাট মল্লিকবাড়ির দুর্গাপূজা (Koel Mallick)।






