Koel Mallick: ‘তখন নিজেকে অযোগ্য মনে হয়েছিল’, কেন এই মন্তব্য কোয়েল মল্লিকের?
কিন্তু সম্প্রতি নিজের ছোটবেলার একটি মজার ঘটনা শেয়ার করে চমকে দিলেন ভক্তদের।
Truth of Bengal: তিনি মল্লিক পরিবারের কন্যা, টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। বাবা বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে রুপোলি পর্দায় আগমন যতটাই রাজকীয়, পড়াশোনাতেও ততটাই মেধাবী ছিলেন কোয়েল। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, আর অভিনয় জগতে পা না রাখলে হয়তো একদমই একাডেমিক পথেই হেঁটেই নিজেকে প্রতিষ্ঠা করতেন।
আরও পড়ুনঃ ফের বিদেশ সফরে কুণাল ঘোষ, সম্মতি কলকাতা হাই কোর্টের
ক্যারিয়ারের শুরুতেই একের পর এক বক্স অফিস হিট ছবিতে নজর কাড়েন তিনি। কিন্তু সম্প্রতি নিজের ছোটবেলার একটি মজার ঘটনা শেয়ার করে চমকে দিলেন ভক্তদের। এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, “আমি একবার ছোটবেলায় একটা নাটকে বাঁদরের চরিত্রে অভিনয় করেছিলাম। তখন নিজেকে ভীষণ অযোগ্য মনে হয়েছিল। বুঝতেই পারছিলাম না, ঠিকঠাক করতে পারছি কি না!”
অভিনয় জগতে কোয়েল মল্লিক যে কতটা সফল, তা প্রমাণ করে তাঁর বহু জনপ্রিয় ছবি। পারিবারিক ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন দক্ষ অভিনেত্রী, দায়িত্বশীল স্ত্রী, এবং মমতাময়ী মা হিসেবেও। যদিও এখন তিনি বেছে বেছে কাজ করছেন, এবং একটু ভিন্ন স্বাদের চরিত্রের খোঁজে রয়েছেন। তবু দর্শক এখনও অপেক্ষায় থাকেন—কবে আবার পর্দায় ফিরবেন সেই চেনা হাসি, সহজ অভিনয় আর মনকাড়া উপস্থিতি নিয়ে কোয়েল মল্লিক।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
কোয়েলের কথায় যেন একটাই বার্তা—অযোগ্যতা কখনও কোনও চরিত্র দিয়ে মাপা যায় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারাই হয়ে ওঠে সবচেয়ে যোগ্য, যারা শেখার পথ ছাড়েন না।





