লোকসভা ভোট নিয়ে অন্য রূপে কিং খান, কি বার্তা দিলেন অভিনেতা
King Khan in another form about the Lok Sabha polls, what message did the actor give?

The Truth of Bengal: বলিউডের নায়ক দের মধ্যে শাহরুখ খান অন্যনতম পরিচিত মুখ। দেশ বিদেশে জনপ্রিয়তার খাতিরে এক অনন্য নজির গড়ে তলেন। তবে শাহরুখ খানকে কখনো রাজনৈতিক অঙ্গিকে দেখা যায়নি। এছাড়াও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করলে তিনি এড়িয়ে যান। এবারের লোকসভা ভোটে কারণে শাহরুখ খানকে দেখা গেল একটি অন্য রূপে, তিনি ভারতবাসীর উদ্দ্যেশে টুইট করে বলেন, “দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে আমাদের অবশ্যই এই সোমবার মহারাষ্ট্রে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে । আসুন ভারতীয় হিসাবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দেই। প্রচারে এগিয়ে আসুন, আমাদের ভোটের অধিকার।”
As responsible Indian citizens we must exercise our right to vote this Monday in Maharashtra. Let’s carry out our duty as Indians and vote keeping our country’s best interests in mind. Go forth Promote, our right to Vote.
— Shah Rukh Khan (@iamsrk) May 18, 2024
শাহরুখ খানের এই টুইটের পর তার ফ্যানেরা এই তুই কে উল্লেখ করে লিখেছেন, “ওয়ে টু গো ঘৃণার বিরুদ্ধে ভোট দিন। উন্নয়নের জন্য ভোট দিন। অন্য একজন ভক্ত তার মন্তব্যের ক্যাপশনে লিখেছেন, “আমাদের দেশের সর্বোত্তম স্বার্থ মাথায় রেখে ভোট দিন মহারাষ্ট্রের জনগণকে ভারতের জন্য ভোট দেওয়ার জন্য ধন্যবাদ রাজাকে। একজন ব্যবহারকারী লিখেছেন, “পরোক্ষভাবে তিনি বলছেন ভারতকে ভোট দিন অন্য একজন ভক্তের অভিমত, “প্রতিটি ভোট একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ।
শাহরুখ প্রায়ই সরকারি উদ্যোগের সঙ্গে যুক্ত জাতীয় সচেতনতা সংক্রান্ত বিষয় নিয়ে পোস্ট করেন। 2023 সালে নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন। তেমনই 2024 সালের সাধারণ নির্বাচনের ৫ তম পর্ব 20 মে মহারাষ্ট্রের বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ করা হবে। সেই কারণেই ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনীতিবিদ এবং বলিউডের শিল্পীরা নাগরিকদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আবেদন করছেন।