
The Truth of Bengal: মহানন্দে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। বিশ্বজনীন এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের সলমন খান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষ্মী সিনহা সহ জনপ্রিয় ব্যক্তিত্বরা। আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সিনেমাপ্রেমী মানুষ আর উন্নত পরিকাঠামোর কথা তুলে ধরে বলিউড তারকাদের এই রাজ্যে শ্যুটিং করার জন্য আবেদনও জানান তিনি। বলিউড-টলিউডের সৃষ্টিশীল চলচ্চিত্র ব্যক্তিত্বদের মেলবন্ধনে এই প্রাণের শহর যে উন্নত সিনেমা উপহার দিতে পারে তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সলমন খান কথা দেন তিনি বাংলায় ফিল্ম করতে আসবেন। ঢাকে কাঠি পড়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের। চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ অমিতাভ বচ্চন-জয়া বচ্চন-শাহরুখ খান এবারের উৎসবে যোগদান দিতে না পারলেও মঞ্চ আলো করে ছিলেন সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা-সহ একঝাঁক বলিউডের তারকারা। তারকাখচিত মঞ্চে হাজির ছিলেন সত্যজিত রায়ের পুত্র সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী, অঞ্জন দত্তসহ ব্যক্তিত্বরা।
তিনি বলেন, ‘অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে মিস করছি। শাহরুখ নিজের মেয়ের ফিল্ম প্রোমোশনে ব্যস্ত।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। সৃষ্টির পরম্পরার কথা বলতে গিয়ে সত্যজিত রায়, মৃণাল সেন, ঋতিক ঘটকের অবদানের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বিভাজনকামী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার ডাক দেওয়ার পাশাপাশি বলেন, ‘সিনেমার ভাষা বিশ্বব্যাপী এক, তা ভৌগলিক, জাতিগত, শ্রেণিগত বিভেদ মানে না। বাংলার শিল্পীরা বিশ্ববন্দিত। প্রশাসনিক প্রধান উই লাভ ইন্ডিয়া, আমরা সমস্ত জাতিকে ভালোবাসি। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার মানুষ সিনেমা ভালোবাসে, সিনেমার কদর করতে জানেন তাই ‘বাংলার বহু দক্ষ শিল্পী ও উন্নত পরিকাঠামো ও সুন্দর পরিবেশের কথা মাথায় রেখে এখানেই শ্যুটিং করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ভাইজান,এখানে ফিল্ম করতে আসবেন বলে কথাও দেন।কথা দেন,ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলার সঙ্গে সাংস্কৃতিকও সৌভাতৃবন্ধন দৃঢ করার আশ্বাস দেন তিনি। সলমন খান আরও বলেন, ‘এর আগে বাংলায় এসে দিদির বাড়িতে গিয়েছিলাম। তিনি আমার থেকেও ছোট ঘরে থাকেন।’বাংলা বাঘের মতো লড়াই করে। এখানকার রয়্যাল বেঙ্গল যেভাবে লড়াই করে আগামীদিনে সংস্কৃতিও ঐতিহ্যর ক্ষায় বাংলা যে অঙ্গীকার বজায় রাখতে সেইকথাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আহ্বানে সাড়া দিয়ে বলিউডের বিখ্যাত ব্যক্তিত্বরা আগামীর চলচ্চিত্র উত্সবে যোগ দেওয়ার কথা দেন। বাংলার শিল্প-সংস্কৃতির উদারতাও নতুন কিছু করার মানসিকতা, বিশ্বচলচ্চিত্রকে বাংলার আঙিনায় ডেকে আনবে বলে আশা সিনেমাপ্রেমীদের।
Free Access