KIFF-এ ভাইজানের ম্যাজিক, ছবি তোলার জন্য মুখিয়ে টলিউড অভিনেত্রীরা!

বলিউডের সুপারস্টার সলমন খান কলকাতায় এসেছেন ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2023) উদ্বোধন করতে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলচ্চিত্র উৎসবের টাইটেল সংয়ের তালেও নাচেন ভাইজান।
উদ্বোধন সেরেই বেরিয়ে যাচ্ছিলেন সলমন। কিন্তু তখনই পিছুডাক মমতার। কারণ ছবি। মুখ্যমন্ত্রী বলেন, “এক মিনিট সলমন… বাংলার সব মেয়েরা তোমার সঙ্গে ছবি তুলতে চায়।”
মুখ্যমন্ত্রীর এই কথা শুনে সলমনও বেশ খুশি হন। তিনি বলেন, “আমি তো এসেছিই তোমাদের জন্য।”
এরপর সলমনের সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরেন টলিউডের নায়িকারা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশানি মুখার্জী, ঋতাভরী চক্রবর্তী, মিমি চক্রবর্তীসহ অনেকেই সলমনের সঙ্গে ছবি তুলেছেন।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার ইনস্টাগ্রামে সলমনের সঙ্গে তোলা সেলফি শেয়ার করে লিখেছেন, “টাইগার ইন দ্য সিটি।”
ইমন চক্রবর্তী লিখেছেন, “কী লিখব বুঝতে পারছি না।”
কৌশানি মুখার্জী লিখেছেন, “ভাইজানের হাতে হাত দিয়ে ছবি তুলেছি। আর তা শেয়ার করেছি ইনস্ট্রাগ্রামে।”
সলমনের কলকাতা সফর নিয়ে টলিউডজুড়ে বেশ তোলপাড় চলছে। তার সঙ্গে ছবি তোলার জন্য নায়িকারা লাইন ধরছেন। সলমনের এই সফর টলিউডে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।