জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলেন কেট, ভিডিও বার্তায় ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানান
Kate came out in public, putting an end to the speculation

The Truth of Bengal: অবশেষে সব জল্পনার অবসান। শেষ পর্যন্ত দীর্ঘ সময় পর অন্তরাল থেকে প্রকাশ্যে এলেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন। শুক্রবার এক ভিডিও বার্তায় কেট নিজেই সব ধোঁয়াশা কাটিয়ে নিজের অসুস্থতার কথা জানান। ক্যানসারে আক্রান্ত রাজা তৃতীয় চার্লসের পুত্রবধূ। নিজেই ভিডিও বার্তায় একথা জানিয়েছেন কেট। তিনি আরও জানান ২ মাস আগে তাঁর তলপেটে একটি অস্ত্রোপচার হয় তারপর ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি নানান পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে। তবে কোন ধরনের ক্যানসারে আক্রান্ত তা জানা যায়নি। ফেব্রুয়ারির শেষ দিক থেকে কেমোথেরাপি শুরু হয়েছে বলে জানান কেট। রাজা তৃতীয় চার্লসও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে। ফেব্রুয়ারিতেই সে কথা জানা যায়। পরিবারের ২ জন গুরুত্বপূর্ণ সদস্যের পরপর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে স্বভাবতই দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে ব্রিটিশ রাজপরিবারে। এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লসের ক্যানসারের চিকিৎসা চলছে তাই তিনি আপাতত কোনো রকম সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।
কেটও আপাতত কোনো রকম সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। শেষবার তাঁকে ডিসেম্বরে দেখা যায়। এতদিন তাঁকে দেখা না যাওয়ায় ও তলপেটে অস্ত্রোপচারের বিষয়টি জানার পর স্বাভাবিক ভাবে নানা বিতর্ক দেখা দেয়। বিতর্কের আগুনে ঘি ঢালে কেটের এডিট করা ৩ সন্তানকে নিয়ে হাসিমুখের একটি ছবি। বুধবারই উইন্ডসরে প্রাসাদের লনে তোলা হয় কেটের ভিডিও। ভিডিওতে কেটকে বলতে শোনা যায় ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর তাঁদের গোটা পরিবারের কাছে বিরাট শকের। তবে প্রিন্স উইলিয়াম ও তিনি নিজে আপাতত সেই মানসিক আঘাত, উদ্বেগ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
তলপেটের অস্ত্রোপচারের পর সারতে সময় লাগে। তারপরই তিনি ক্যানসারের চিকিৎসা শুরু করেছেন। জানুয়ারিতে হয় অস্ত্রোপচার। কেট নিজেই জানান অস্ত্রোপচারের সময় তিনি ক্যানসারে আক্রান্ত নন বলে ডাক্তাররা মনে করেছিলেন পরে নানান পরীক্ষায় ধরা পড়ে মারণ রোগের কথা। তাঁর মেডিক্যাল টিমের পরামর্শমতো আপাতত প্রিভেন্টিভ কেমোথেরাপি করাচ্ছেন কেট। তবে অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন কেট। তিন নাবালক সন্তান জর্জ, শার্লট ও লুইকেও উইলিয়াম ও কেট অসুস্থতার খবর জানিয়েছেন। ৩ সন্তানকে দুজনেই আশ্বস্ত করেছেন যে কেট দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিপদের সময় স্বামী উইলিয়াম যে তাঁর বড়ো ভরসা একথা জানাতে ভোলেননি কেট। কেটের এই ভিডিও বার্তা সামনে আসতেই সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছেন।