Kartik Aaryan: ভাষা নয়, ভালোবাসাই আসল! ভক্তকে বুকে টেনে নিয়ে আপ্লুত কার্তিক
সম্প্রতি মুম্বইয়ের নিজের বাড়িতে এক বিশেষ চমকের মুখোমুখি হন কার্তিক। বারাণসী থেকে এক মূক ও বধির অনুরাগী দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে হাজির হন ‘রুহ বাবা’র দেখা পেতে।
Truth of Bengal: বলিউডে এই মুহূর্তে যে নামটা সবচেয়ে বেশি চর্চায় রয়েছে, তিনি কার্তিক আরিয়ান। পর্দায় তাঁর উপস্থিতি যতটা ঝলমলে, বাস্তব জীবনেও তিনি হয়ে উঠেছেন লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয়ের স্পন্দন। এই তারকার প্রতি ভক্তদের ভালবাসার নজির আগেও দেখা গেছে, তবে এবার যা ঘটল, তা নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সম্প্রতি মুম্বইয়ের নিজের বাড়িতে এক বিশেষ চমকের মুখোমুখি হন কার্তিক। বারাণসী থেকে এক মূক ও বধির অনুরাগী দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে হাজির হন ‘রুহ বাবা’র দেখা পেতে। বিশেষভাবে সক্ষম হলেও তাঁর ভালবাসা আর সংকল্পে ছিল না কোনও ঘাটতি। একাই বারাণসী থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়ে পৌঁছে যান প্রিয় অভিনেতার দোরগোড়ায় (Kartik Aaryan)।
আরও পড়ুনঃ Srirampur Puja: শ্রীরামপুরে ৫০ লক্ষের বাজেট, কোনারক মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ
খবর পেয়েই কার্তিক আরিয়ান দেরি না করে সেই অনুরাগীর সঙ্গে দেখা করেন। শুধুমাত্র দেখা করেই থেমে থাকেননি অভিনেতা, বরং তাঁকে কাছে টেনে নেন, করমর্দন করেন, ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তোলেন এবং সময় কাটান এই স্পেশাল ভক্তের সঙ্গে। এই হৃদয়ছোঁয়া মুহূর্তের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কার্তিক। তাঁর লেখায় উঠে এসেছে গভীর আবেগ, আন্তরিক কৃতজ্ঞতা এবং এক অনন্য বন্ধনের ছাপ। অভিনেতা লেখেন—”তুমি কথা না বলতে পারলেও, তোমার চোখের অভিব্যক্তিতে আমি তোমার মনের সব অনুভূতি বুঝতে পারি। তুমি শুনতে না পেলেও আমি জানি, আমার ভালোবাসা তুমি অনুভব করো। হয়তো কোনও পূর্বজন্মে ভালো কিছু করেছিলাম, যার ফল এখন পাচ্ছি। তোমাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি ধন্য। এতদূর থেকে আমার জন্য আসায় তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার দিনটা সত্যিই স্পেশাল করে তুললে (Kartik Aaryan)।”
View this post on Instagram
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
অভিনয়ের দিক থেকেও কার্তিক এখন তুঙ্গে। সদ্য শেষ করেছেন অনুরাগ বসুর সঙ্গে ‘আশিকি ৩’–র শ্যুটিং। অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘তু মেরি ম্যায় তেরা…’ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ‘নাগজিলা’ দিয়ে আবারও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি, অতীতের সব মান-অভিমান মিটিয়ে। তালিকায় রয়েছে আরও দুটি বড় প্রজেক্ট— ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ এবং রাজ শাণ্ডিল্যের পরিচালনায় একটি ছবি। সব মিলিয়ে ২০২৭ সাল পর্যন্ত সময় একেবারে ধরে ধরে বুকড ‘রুহ বাবা’। কার্তিক আরিয়ানের এই আচরণ বলিউডে আজকের তারকাদের মধ্যে তাঁর আলাদা অবস্থান তৈরি করেছে। শুধু সুপারস্টার নয়, তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের একজন আপনজন। প্রিয় তারকার এমন সৌজন্যে আপ্লুত ভক্তমহল। বারাণসী থেকে মুম্বইয়ের এই বিশেষ সফর প্রমাণ করল—ভালোবাসা কোনো ভাষা চায় না, কোনো শব্দ চায় না, শুধু চায় হৃদয়ের টান। আর সেই টানেই এক ‘স্পেশাল’ অনুরাগীর দিন যেমন সার্থক হল, তেমনই আলোয় ভরে উঠল কার্তিক আরিয়ানের দিনটাও (Kartik Aaryan)।






