বিনোদন

বাংলাদেশে ব্যান কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমার্জেন্সি’, কিন্তু কেন?

Kangana Ranaut's film 'Emergency' banned in Bangladesh, but why?

Truth of Bengal: আসছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমার্জেন্সি’। ১৭ জানুয়ারি দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইমার্জেন্সি’। কিন্তু শেষমেশ বাংলাদেশে ব্যান করা হল কঙ্গনার ছবি। কারণটা অবশ্য রাজনৈতিক। মূলত দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।

কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’তে ফুটিয়ে তোলা হবে ইন্দিরা গান্ধী কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে মুক্তি যুদ্ধতে সাহায্য করেছিল। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সকল রাজনৈতিক প্রেক্ষাপটই ফুটিয়ে তোলা হবে ‘ইমার্জেন্সি’তে। বর্তমানে ভারত-বাংলাদেশ দু দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই। প্রায় প্রত্যেকদিনই নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে।

আর এই আবহে বাংলাদেশে মুক্তি পাবে না কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমার্জেন্সি’। উল্লেখ্য, সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অনুপম খের, যুব অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে মিলিন্দ সোমানকে দেখা যাবে। কঙ্গনার ‘এমার্জেন্সি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মহিমা চৌধুরী এবং সতীশ কৌশিকও। গত শনিবার নাগপুরে ‘এমার্জেন্সি’ ছবির প্রিমিয়ার হয়। ইতিমধ্যেই ছবির ট্রেলারও বেশ নজর কেড়েছে সকলের। এখন দেখার ক্যারিয়ারের ভাটা কাটিয়ে ‘ইমার্জেন্সি’ ছবি দিয়ে কামব্যাক করতে পারেন কিনা কঙ্গনা।

Related Articles