কাঞ্চনের মুখে শ্রীময়ীর প্রশংসা, নিন্দুকদের কটাক্ষের কড়া জবাব অভিনেতার
Kanchan praises Srimoyi, actor gives strong reply to critics' sarcasm

Truth Of Bengal: ২০২৪ সাল জুড়ে আলোচনার কেন্দ্রে থেকেছেন কাঞ্চন-শ্রীময়ী। একের পর এক বিতর্কে জড়াতে দেখা গেছে এই দম্পতিকে। বছরের শুরুতে তাঁদের বিয়ের খবর শোরগোল ফেলেছিল চতুর্দিকে। আর বছর শেষেই সন্তানের বাবা-মা হওয়ার খবরে নানা জনের নানা কথা শুনতে হয়েছে কাঞ্চন-শ্রীময়ীকে। ৫৪ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক।
তৃণমূল বিধায়কের তৃতীয় বিয়ে, স্ত্রীর সঙ্গে বয়সের ফারাক, বিয়ের মাত্র সাড়ে ৮ মাসে সন্তানের জন্ম একের পর এক কটাক্ষে জেরবার হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। ভুলভুলাইয়া ৩-র শ্যুটিংয়ে মুম্বই যাতায়াতের কারণে অন্তঃসত্ত্বা শ্রীময়ীর পাশে সেভাবে থাকতে পারেননি অভিনেতা কাঞ্চন। কাঞ্চনের গলায় আফসোসের সুর শোনা গেছে। অভিনেতা বলেন, তখন শ্রীময়ী অন্তঃসত্ত্বা আর আমি বম্বে যাতায়াত করছি। সেইসময়টা আমাকে যেমন শ্রীময়ী মিস করেছে ঠিক তেমনিই আমিও ওকে মিস করেছি। অভিনেতা এও বলেন, হয়ত শ্রীময়ী ভাববে আমার এই পরিস্থিতি, আর তুমি ‘মাধুরী দীক্ষিতের সঙ্গে শ্যুটিং করছো।’
মা হিসাবে শ্রীময়ীকে একশোয় একশো দিলেন অভিনেতা। অভিনেতার গলায় তখন শ্রীময়ীর প্রশংসা। ‘মহিলারা সব পারেন, ছেলেরা পারেন না। মহিলারা প্রেমিকা থেকে স্ত্রী, সেখান থেকে মা হয়ে ওঠেন। প্রেগন্যান্সির সময় শ্রীময়ী প্রচণ্ড অসুস্থতার মধ্যে দিয়ে গেছে বলেও অভিনেতা উল্লেখ করেন। নেটপাড়া যখন কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের তারিখের সঙ্গে মেয়ের জন্মের তরিখ হিসাব-নিকাশ করতে বসেছে ঠিক সেই সময়ে অভিনেতা বলেন, আমি এনিয়ে ভাবিত নয়। অভিনেতা যে একপ্রকার ইচ্ছে করেই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন তাও তিনি উল্লেখ করেন। ট্রোলারদের উদ্দেশে সন্তান প্রসঙ্গে কড়া ভাষায় উত্তর দিতে দেখা গেল অভিনেতাকে। কাঞ্চন জানান, আমি আর শ্রীময়ী দুজন দুজনের ইচ্ছেতেই আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। তার প্রমাণপত্র কাউকে দিতে ইচ্ছুক নয়, বলেও সাফ জানিয়ে দিলেন কাঞ্চন।