মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’, সরব অভিনেতা
John Abraham's 'The Diplomat' banned in Middle East, says actor

Truth Of Bengal: চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা জন আব্রাহামের ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’। মুক্তির পর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জনের এই ছবি। যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’। তবে বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি এই ছবি।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয় ছবিটি। ২০১৭ সালে উজমা আহমদের ভারতে প্রত্যার্পণের ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছিল ‘দ্য ডিপ্লোম্যাট’-এ। মুক্তির পরই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর এর পরেই সরব হ্য়েছেন অভিনেতা প্রযোজক জন আব্রাহাম।
জন আব্রাহাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “গোটা ঘটনায় আমি হতবাক। এই ছবিটি কোনওভাবেই পাকিস্তান বিরোধী ছবি নয়। আমরা আমাদের ছবিতে পাকিস্তানের আইন ব্যবস্থার প্রশংসাই করেছি। এমনকি ছবিতে সৎ পাকিস্তানি বিচারপতি, একজন সৎ পাকিস্তানি আইনজীবী, এক সৎ পুলিশ অফিসারের চরিত্রও রয়েছে।
ছবিতে তাঁরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ঘটনায় মানুষের নীচ দৃষ্টিভঙ্গি প্রমাণিত হয়। আমরা কিন্তু কারও ভাবাবেগে আঘাত করিনি ছবিতে।’ জন আরও বলেন, ‘রীতেশ শাহের লেখা গল্পে উগ্র দেশপ্রেমের উপাদান ছিল। কিন্তু আমি আর ছবির পরিচালক শিবম নায়ার সেই অংশকে সচেতন ভাবে ছবি থেকে বাদ দিয়েছি। ছবিটা যাতে কোনওভাবেই উগ্র দেশপ্রেম মার্কা ছবি না হয়, আমাদের সেই দিকে বিশেষ নজর ছিল। কোনও দেশ বা কোনও ব্যক্তির ভাবাবেগকে আমরা কোনওভাবেই আঘাত করতে চাইনি।” স্বাভাবিক ভাবেই এই ঘটনায় হতাশ অভিনেতা প্রযোজক।