যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের জল্পনায় দুই মেয়ের হাত আরও শক্ত করে ধরলেন যিশু-পত্নী
Jesu-wife held the hands of two girls tighter in Jesus-Nilanjana's divorce speculation

The Truth of Bengal : যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ এইমুহূর্তে টলিপাড়ার চর্চার কেন্দ্রে। সমাজমাধ্যম থেকে ‘সেনগুপ্ত’ পদবি ও যিশুর সঙ্গে সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। শুক্রবার Hনীলাঞ্জনা কেউই এ বিষয়ে মুখ খোলেননি। কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে কেন অভিনেতা ‘স্পিকটি নট’? প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে অভিনেতা নিরুত্তর থাকলেও নীলাঞ্জনার কাছে যে এখন দুই মেয়েই ‘সবেধন নীলমণি’, সেই ইঙ্গিতই মিলল তাঁর তরফে। দিন দুয়েক আগেই, মা নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি পোস্ট করে বড়মেয়ে সারা লিখেছিলেন, “এই খেলায় তুমিই সবথেকে শক্তিশালী।” বাবাকে সোশাল মিডিয়া থেকেও আনফলো করে দিয়েছেন তিনি। নীলাঞ্জনা কিছু দিন আগে একটি পোস্ট করেছিলেন। সেখানে নিজের শক্তির উৎস হিসেবে দুই মেয়ে সারা ও জ়ারা এবং বোন চন্দনার নাম উল্লেখ করেন। কোথাও ছিল না যিশুর নাম। সোশাল মিডিয়ায় প্রোফাইলের নামেও সন্তানদেরই প্রাধান্য দিয়েছেন নীলাঞ্জনা।
অ্যাকাউন্টের নাম- ‘নিনি চিনিস মাম্মা’। এদিন সেই নামের সঙ্গে চিরতরে শব্দটি জুড়ে দিয়ে একটি ট্যাটুর ছবি শেয়ার করলেন অভিনেত্রী-প্রযোজক। অভিনব সেই ট্যাটুতে দেখা গেল তিনটি ‘টেডি বিয়ার’ একে-অপরকে শক্ত করে আঁকড়ে রেখেছে। যিশু বিচ্ছেদে সন্তানরাই যে এখন তাঁর সবটা, সেটা যেন এই ট্যাটু দিয়েই ইঙ্গিতপূর্ণভাবে বুঝিয়ে দিলেন নীলাঞ্জনা। শোনা যাচ্ছে যিশু ও নীলাঞ্জনার মধ্যে এক তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। সেই তৃতীয় ব্যক্তি নাকি যিশুরই আপ্তসহায়ক। এই নিয়েই সংসারে ভাঙন। সারা দু’দিন আগেই নীলাঞ্জনার সঙ্গে একটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, “এই খেলায় তুমিই সবচেয়ে শক্তিশালী মহিলা।” তা ছাড়া বাবাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন যিশু-নীলাঞ্জনার সদ্য-স্নাতক কন্যা সারা। এর পর থেকেই জল্পনা আরও ঘনিয়েছে। তবে যিশু এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি।