বিনোদন

ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করতে চলেছেন জিতু কামাল !

Jeetu Kamal is going to get married for the second time after divorce

The Truth of Bengal: ডিভোর্স আর বিয়ে যেন টলিউডের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় অভিনেতা-অভিনেত্রীদের লাভ লাইফের কথা। সেখানে যেমন স্থান পায় নতুন সম্পর্কের কথা তেমনই বিবাহ বিচ্ছেদের খবরও বিতর্কের শিরোনামে থাকে। আর এবার ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা জিতু কামাল? এমন প্রশ্নই সামনে আসছে।

২০২৩ সালেই জিতুর সঙ্গে বিবাহিত জীবন অবসান করার সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিনেত্রী নবনীতা দাস। ২০১৯-এ বিয়ে হয়েছিল ওই তারকা দম্পতির। যদিও, ২০২৪-এই নবনীতা জানিয়েছিলেন, আইনত তারা এখন ডিভোর্সি। আর সেই আবহের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় বিয়ের ঘোষণা করলেন জিতু ! জিতু তাঁর এনগেজমেন্টের খবর দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে লিখলেন, ‘আপনারা আমাকে অনেকদিন ধরেই এটা নিয়ে প্রশ্ন করছেন। তাই ভাবলাম জবাবটা দিয়েই দেই। প্রথমত, আমি আমার সম্পর্ক লোকাচ্ছি না।

 

দ্বিতীয়ত আমার সম্পর্ক কারও মাথা ব্যথার কারণ হতে পারে না। তৃতীয়ত আমাকে আমার সঙ্গীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জিনিস গোপন করতে হচ্ছে…’। এসব দেখার পর তো চক্ষু ছানাবড়া নেটিজেনদের! তাহলে কী সত্যিই আবারও বিয়ের আসরে বসতে চলেছেন জিতু? আর এর উত্তরেই জিতু দিলেন চমক। বললেন, সবটাই মজা ছিল। আসলে পোস্টটি অন্যের থেকে কপি করা একটি পোস্ট ছিল। যদিও, জিতু কী কোনোভাবে এই পোস্টের মাধ্যমে অন্য কোনও ইঙ্গিত দিতে চেয়েছেন? এই ধোঁয়াশাই এখন দেখা দিয়েছে তার ভক্ত মহলে।

Related Articles