চুটিয়ে প্রেম করছেন জগদ্বাত্রী ধারাবাহিকের জ্যাস-স্বয়ম্ভু জুটি ?
Jas-Swayambhu duo of Jagadwatri series are loving each other

The Truth of Bengal: অন-স্ক্রিন প্রেম যে অফ-স্ক্রিনেও বাস্তবায়িত হয়, এমন উদাহরণ টলি থেকে বলি-পাড়ায় প্রচুর রয়েছে। আর এবার সেই রিল-লাইফের স্বামী-স্ত্রীর জুটি কী বাস্তবেও পূর্ণতা পেতে চলেছে ? গসিপের কেন্দ্রবিন্দুতে এবার বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্বাত্রী’-র দুই মুখ্য চরিত্র- জ্যাস সান্যাল ওরফে অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু মুখার্জি ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্বাত্রী’।
দিনের পর দিন ধরে সেই সিরিয়ালই মন মাতিয়ে আসছে সিরিয়ালপ্রেমী মানুষদের। সিরিয়ালে জ্যাস এবং স্বয়ম্ভুর কেমিস্ট্রি এতটাই মানুষের মন কেড়েছে, তাদের ভক্তমহলও আশা করছে তাদের সম্পর্ক যেন বাস্তবে পূর্ণতা পায়। বর্তমানে সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখা যায় অঙ্কিতা-সৌম্যদীপের ভাইরাল রিলস্। অঙ্কিতা এবং সৌম্যদীপ হামেশাই সোশ্যাল মিডিয়ায় লাবিডাবি রিলস বানিয়ে পোস্ট করে থাকেন।
তাঁদের সেই রসায়ন দেখে অনেকেই ভাবেন বুঝি তাঁরা বাস্তবেও প্রেম করছেন। সেই বিষয়ে সৌম্যদীপ বলেন, ‘আমরা খালি বন্ধু। বন্ধু ছাড়া আমরা কিছুই নই। এই কাজ করতে গিয়ে আমাদের মধ্যে ভালো সম্পর্ক, বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। আমরা রিলস বানাই, ব্যাস অতটুকুই।’ অবশ্য, সৌম্যদীপের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছেন খোদ অঙ্কিতাই। তারও বক্তব্য, তারা দুজনে শুধুমাত্র বন্ধুই, এর বেশি কিছু নয়। তবে বাস্তবে কী এটাই সত্যি? এই কৌতুহলই রয়েছে নেটিজেনদের মধ্যে।