বিনোদন

প্রেমে সিলমোহর, সর্ম্পকে রয়েছেন নিখিল-সৌরসেনী

its confirmed that Sauraseni Maitra and Nikhil Jain are in a relationship

Truth Of Bengal:  সৌরসেনী মৈত্র ও নিখিল জৈন। সৌরসেনী-নিখিলের সম্পর্কের গুঞ্জন বহুদিনের। দুবছর ধরেই টলিপাড়ায় ঘুরছে তাদের তাদের প্রেমের জল্পনা। বিভিন্ন সময় তারা একসঙ্গে ক্যামেরাবন্দি ও হয়েছেন। কখনোই প্রেম নিয়ে কিছুই বলেননি দুজন। উল্টে তারা যে বন্ধু সেই কথাই বলে এসেছেন। তবে এবার বন্ধুতের থেকে এক কাঠি উপরেই রাখলেন নিজের সম্পর্ককে। আসলে সম্প্রতি গিয়েছে ব্যবসায়ী নিখিল জৈনের জন্মদিন। নিখিলের জন্মদিনেই নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সৌরসেনী। আর সেই পোস্টেই কার্যত নিজেদের সম্পর্কতে সিলমোহর দিলেন অভিনেত্রী।

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে সৌরসেনী লেখেন, “আরও এমন ঝগড়া, মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে। তোমার সঙ্গে প্রতিদিন আরও সুন্দর হয়ে উঠুক।” আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই নেটিজেনদের একাংশ মনে করছে তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এখনোও অফিসিয়ালি নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই জানাননি নিখিল-সৌরসেনীর।

উল্লেখ্য, বারাণসীতে বিজ্ঞাপনী শুট করতে গিয়েই নাকি সৌরসেনীকে মন দিয়ে ফেলেছিলেন নিখিল। এছাড়াও দুজনে একসঙ্গে বিদেশে ট্যুর ও সেরেছেন। এখন দেখার টলিউডের এই লাভ বার্ডস কবে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেয়।

Related Articles