
The Truth Of Bengal: মার্চ মাস পড়তে না পড়তেই ওয়েব দুনিয়ায় হাজির এক ব্যাগ হিন্দি ওয়েব সিরিজ। ইতিমধ্যেই পয়লা মার্চ মুক্তি পেয়েছে সানফ্লাওয়ার সিজন টু। এছাড়া মার্চে বলিউডের ওয়েব সিরিজ লিস্টে কোন কোন সিরিজ আসতে চলেছে এখন সেদিকেই নজর রাখা যাক।
এর মার্চে বেশ কয়েকটি বহুল প্রতীক্ষিত এবং উচ্চ প্রত্যাশিত ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। সুনীল গ্রোভারের “সানফ্লাওয়ার সিজন টু” থেকে গ্ল্যাম ওয়ার্ল্ডের গল্প নিয়ে আসতে চলেছে ইমরান হাসমি অভিনীত শোটাইম। এছাড়া চলতি মাসেই ওটিটি-তে ডেবিউ করছেন সারা আলি খান তাঁর “অ্যায় ওয়াতন মেরে ওয়াতন” ফিল্মের মাধ্যমে। ফলে এতগুলি ওয়েব সিরিজ ও সিনেমার মধ্যে কোনটা বেশি নজর কাড়বে সেটা এবার দেখে নেব।
FREE ACCESS