“কেউ খুন হোক চাই না”, সলমনের চিন্তায় উদ্বিগ্ন প্রাক্তন প্রেমিকা
"I don't want anyone to be killed", worried ex-girlfriend of Salman

Truth Of Bengal: একের পর এক হুমকি পাচ্ছেন সলমন খান। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাইলে ভয়ংকর পরিণতি হবে বলে বার্তা পাঠাচ্ছে গ্যাংস্টার। ইতিমধ্যেই অভিনেতার নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে প্রশাসনের। এর মাঝেই সলমনের প্রাক্তন প্রেমিকা সোমি আলী মুখ খুললেন। তিনি জানান, কালো হরিণ হত্যা মামলাটি নিয়ে সলমনের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। সোমি দাবি করেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসারের তাৎপর্য সালমান জানেন না। তিনি আরও বলেন, শিকারের দিন তার সলমনের সঙ্গে যাওয়ার কথা ছিল।
সোমি বলেন, সলমন যা করেছে অনিচ্ছাকৃতভাবে এবং অজান্তে। তিনি বলেন,”কেন সে এমন কিছুর জন্য ক্ষমা চাইবে যা সে জানে না? এটি অসাবধানতাবশত, অনিচ্ছাকৃতভাবে কিছু করার মতো এবং এর জন্য ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে। আমি চাই না বলিউড বা হলিউডে কেউ খুন হোক। ”
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে শুটিংয়ের কাজে গিয়ে কালো হরিণ হত্যা করেছিলেন সলমন। তারপর থেকেই সলমনকে ক্ষমা চাইতে বলে বিষ্ণোই গ্যাং। কারণ এই সম্প্রদায়ের কাছে কালো হরিণ পূজিত হয়।
সোমি বলেন, “আমি নিশ্চিত করতে পারি যে সলমন জানত না বিষ্ণোই সম্প্রদায় কালো হরিণ পূজা করে। আউটডোর শুটিংয়ে অনেকবার সলমনের সঙ্গে শিকার করেছি। ১৯৯৮ সালের একটি শুটিং চলাকালীন, তিনি আমাকে নেননি।”
লরেন্স বিষ্ণোইয়ের সাথে কথা বলতে চান সোমি। সোমি তাঁর প্রাক্তন প্রেমিক এবং তাঁর পরিবারের জন্য উদ্বিগ্ন। তিনি জানান, তাঁর সঙ্গে বর্তমানে সলমনের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি চান না কেউ খুন হন।
শুক্রবার, মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে দুটি নতুন হুমকি বার্তা পাওয়া গেছে, যেখানে অভিনেতা সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়েছিল। টাকা না দিলে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মতো পরিণতি হবে বলে উল্লেখ করা হয়েছিল ওই মেসেজে। কারণ, দশেরার রাতেই বাবা সিদ্দিকীকে খুন করে বিষ্ণই গ্যাং। এরপর থেকেই চিন্তায় খান পরিবার।