বিনোদন

ফের বিয়ে করছেন হৃতিক ? হৃতিকের ফ্যামিলি অ্যালবামে সাবা!

Hrittik Roshan

The Truth of Bengal: হৃতিকের ফ্যামিলি অ্যালবামে সাবা, ছেলের দ্বিতীয় বিয়েতে মত দিলেন রাকেশ রোশন?দিওয়ালির রাতে একে অপরের বাড়িতে গিয়ে পার্টিতে মাতলেন বলিউড তারকারা। আলিয়া, রণবীর, করিনা, সইফ, সারা, অনন্যা, আদিত্যরা তো ঝকঝকে পোশাকে বাজিমাত করলেন পার্টিতে। কিন্তু এসব পার্টিতে নজরে এলেন না বলিউডের গ্রিক গড হৃতিক রোশন! বরং তিনি প্রেমিকা সাবা আজাদকে নিয়ে নিজের বাড়িতেই সময় কাটালেন।

হৃতিক রোশন তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, হৃতিক রোশনের পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করছেন সাবা। হৃতিকের হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। রোশন পরিবারের সঙ্গে সাবা যে একেবারে মিলে মিশে গিয়েছেন, তা স্পষ্ট ছবিতে।

সুঠাম চেহারায়, দুরন্ত ফিটনেসে হৃতিক এখনও এক হাত নিতে পারেন এ প্রজন্মের নায়কদের। আর প্রেমের ব্যাপারে তো তিনি এখনও ফুলটস হাঁকাচ্ছেন! আর শুধুই কী প্রেম? নতুন প্রেমিকা সাবা আজাদের সঙ্গে বিয়েও করতে চলেছেন হৃতিক। হৃতিকের ঘনিষ্ঠমহল বলছে, প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই নাকি চার হাত এক হবে হৃতিক ও সাবার। সেই খবরেই এবার সিলমোহর দিওয়ালির এই ছবি? এ ব্যাপারে অবশ্য মুখে কুলুপ হৃতিক ও সাবার দুজনেরই।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন হৃতিক। পরে কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর নাম জড়ায়। আর তাতে বিস্তর বিতর্ক হয়। অবশ্য সে সব এখন অতীত। এক সাবাকে পেয়ে বেশ খুশি বলিউডের গ্রিক গড। প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই তাঁর।

Related Articles