বিনোদন

কেমন আছেন শ্রীমা রাই? মা-বাবার ক্যানসার জয় নিয়ে মুখ খুললেন ঐশ্বর্যা

How is Shrima Rai? Aishwarya opens up about her parents' cancer victory

Truth Of Bengal: স্বামীর জন্য নিজের ক্যারিয়ারকেও বিসর্জন দিয়েছেন। তার বদলে সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন সংসার ধর্মে। তাতেও ভাগ্যে মিলেছে প্রতারণা। চিড় ধরেছে এতো বছরের বৈবাহিক সম্পর্কে। তারপরও তার জীবন যেন তার সাথে এক খেলা করেই চলেছে। মারণ রোগের সাথে জীবনযুদ্ধ করছেন বৃন্দা রাই।

সমাজমাধ্যমে নিজের মাকে নিয়ে পোস্ট করে এমনটাই জানালেন ঐশ্বর্যা রাই বচ্চন। এই নিয়েই ঐশ্বর্যার বৌদি শ্রীমা রাই বৃন্দার ক্যানসারের লড়াই নিয়ে বক্তব্য পেশ করলেন। শ্রীমা একজন সমাজমাধ্যমে অ্যাকটিভ পারসেন। তাই কাজ নিয়ে তাঁরও ব্যস্ততা থাকে সর্বদাই। সেই জন্য অসুস্থ থাকা সত্ত্বেও শ্রীমার সন্তানদের দেখভাল করেছেন ঐশ্বর্যার মা।

তবে জানা যাচ্ছে, ক্যানসার জয় করেছেন বৃন্দা রাই। এছাড়াও সমাজমাধ্যমের পোস্টে শ্রীমা তাঁর শাশুড়ির সম্পর্কে  লিখেছেন, “আমি যখন কাজে ব্যস্ত থাকতাম, তখনও আমার সন্তানদের দেখভাল করার জন্য আমার শাশুড়ি মাকে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ। তিনি যখন ক্যানসারের সঙ্গে লড়ছেন, আমি কোনও ছবি পোস্ট করিনি। আমি ওঁর ব্যক্তিগত সময়কে সম্মান করেছি।”

Related Articles