নজরকাড়া তৃপ্তি দিমরি, হাই থাই-স্লিট ড্রেসে হট তৃপ্তি
Hot Tripti Dimri in high-thigh-slit dress

The Truth of Bengal: অ্যানিম্যালের আগেও তিনি ছিলেন, তবে রনবিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, এবং বলা বাহুল্য একেবারে অন্যরকম ভুমিকায় এবং ঘনিষ্ট দৃশ্যে নিজের জাদুতে মোহিত করেছেন, নতুনভাবে কেড়েছেন দর্শকদের নজর। হ্যাঁ… একেবারে ঠিকই বুঝেছেন… কথা বলছি অভিনেত্রী তৃপ্তি দিমরি প্রসঙ্গে। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও সেখানে হট অবতারে ধরা দিয়ে যেন আরও উষ্ণতা ছড়ালেন রণবীরের সহঅভিনেত্রী তৃপ্তি।
‘অ্যানিম্যাল’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একেবারে শীর্ষে চলে এসেছেন তৃপ্তি দিমরি। তাঁর ঝুলিতে এখন একের পর ছবির অফার। সম্প্রতি একটি অনুষ্ঠানে তৃপ্তিকে একটি বডি ফিট হাই থাই স্লিট গাউন পরে আসতে দেখা গেল। আর বলাই বাহুল্য মুম্বইয়ের এই ফ্যাশন অ্যাওয়ার্ড শোতে তিনি এই কালো এবং সিলভারের ড্রেসে উত্তাপ ছড়িয়েছেন। ব্রোঞ্জার এবং হাইলাইটার দিয়ে গোটা সাজকে যেন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন তিনি। সঙ্গে ব্লাশ ব্যবহার করতে ভোলেননি কিন্তু। পরেছিলেন একটি নিউড লিপস্টিক। এদিন তাঁকে ফ্যাশন অ্যাওয়ার্ড শোতে ঢোকার মুখেই পাপারাৎজ্জিদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। আর সেখানেই, বডি ফিট ড্রেসে অনুরাগীদের আশাহত করেননি তৃপ্তি। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও, এইমুহুরতে তৃপ্তি মানেই ভাইরাল। তা সে ছবি হোক ভা ভিডিও।
View this post on Instagram
এক্ষেত্রে বলে রাখি, বলি পাড়ায় শোনা যাচ্ছে, ‘অ্যানিম্যাল’ ছবির সাহসী দৃশ্যের পর নাকি তৃপ্তিকে নিয়ে অনেক পরিচালকই বাজি ধরতে প্রস্তুত। তৃপ্তির ঝুলিতে এখন কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়া ৩, ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজ, রাজকুমার রাওয়ের সঙ্গে ভিকি বিদ্যা কা উহ ওয়ালা ভিডিও। তৃপ্তি এখন বলিউডের হটকেক।