জামাইষষ্ঠীতে ‘নো ডায়েট’ নীলের! জামাইয়ের পাতে কী কী খাবার দিয়ে পরিবেশন করলেন তৃণার মা?
here is neel trinas jamai sasthi plan

The Truth of Bengal: সকাল থেকেই জামাইষষ্ঠী নিয়ে ব্যস্ত অভিনেত্রী তৃণার মা। টেলিভিশনের জনপ্রিয় মিষ্টি জুটি তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চার হাত এক হয়েছিল এই দম্পতির। এই দম্পতির বিয়ের অনুষ্ঠান নিয়েও অনুরাগীরা বেশ আনন্দিত ছিল। বর-কনে কে আশীর্বাদ করতে স্বয়ং মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন তাদের বিয়ের অনুষ্ঠানে। তবে মাঝে নীল-তৃণার বিয়ে ভাঙন নিয়ে রটনা ছড়িয়েছিল যা তারা একদমই পাত্তা দেয়নি। তাদের বিয়ের তিন বছর কেটে গেছে এখনও তারা একইরকমের মিষ্টি।
সকাল থেকেই ব্যস্ততা তৃণার মায়ের, জামাইষষ্ঠী বলে কথা। জামাই আদরে একেবারে মশগুল তৃণার মা। জামাই আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে, সেদিকেই নজর তার। সব রান্না নীলের পছন্দ মত। তবে নীলের স্বাস্থের কথা মাথায় রেখে ডক্টরস চয়েস- এর তেলেই সব রান্না করেছেন তৃণার মা। শাশুড়িমা কত কি পদ রান্না করলেন জামাইয়ের জন্য? কি কি আছে মেনুতে?
দুপুরের মেনুতে ছিল পোলাও, মটন, ফিস ফ্রাই, আলু ভাজা, পটল ভাজা, পাতুরি, সর্ষে ইলিশ, মোচার ঘণ্ট। এবং শেষপাতে নানা রকম মিষ্টি। জামাইষষ্ঠীর দিন কোনও ডায়েট চলে না এমনটাই জানিয়েছেন নীল। তিনি সাফ জানান, ‘আজকের দিন নো ডায়েট’। সুতরাং, নীল যে কবজি ডুবিয়ে ভোজ সেরেছেন সেটা বোঝাই যাচ্ছে।