বিনোদন

মিস গ্লোবাল ইউনিভার্সাল! সেরার শিরোপা কলকাতার গুঞ্জনের

Gunjan Nigam

The Truth of Bengal: কাঠমান্ডুতে অনুষ্ঠিত মিস গ্লোবাল ইউনিভার্সাল 2023 হলেন কলকাতার গুঞ্জন নিগম। প্রতিযোগিতায় এশিয়ান দেশগুলোর থেকে বিভিন্ন পটভূমিতে উঠে আসা 21 জন সফল প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ছিল একাধিক বিভাগ। ট্যালেন্ট রাউন্ড, কস্টিউম রাউন্ড, সামাজিক সমস্যাগুলির উপর আলোচনা, ফিটনেস রাউন্ড, ব্যক্তিগত সাক্ষাত্কার এবং বিভিন্ন প্যারামিটারে প্রতিযোগীদের বিচার করার জন্য অন্যান্য রাউন্ড অন্তর্ভুক্ত ছিল।

গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি ছিলেন নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মুখ্য সচিব। ফ্যাশন ও নেপালি চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় কোরিওগ্রাফ করেছেন বিখ্যাত ভারতীয় কোরিওগ্রাফার মিঃ প্রশান্ত ঘোষ। প্রতিযোগীদের নমনীয়তা, ভদ্রতা, যোগাযোগ দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সামাজিক বিষয়ের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

মিস গ্লোবাল ইউনিভার্সাল গুঞ্জন নিগম একজন শিক্ষাবিদ। শিক্ষকতার  পাশাপাশি প্রশাসনিক স্তরে কাজ করেছেন। একজন সমাজকর্মী হিসেবে  দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি। গুঞ্জন নিগম 2022 সালে দিল্লিতে অনুষ্ঠিত মিসেস রয়্যাল ইন্টারন্যাশনাল-এ অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতাতেও সফল হয়েছিলেন তিনি। আবারো দেশের নাম উজ্জ্বল করলেন কলকাতার  বাসিন্দা মিসেস গুঞ্জন নিগম। গুঞ্জন নিজেকে প্যান-ইন্ডিয়ান বলে মনে করেন।

Related Articles