নতুন বছরের শুরুতেই সুখবর, একগুচ্ছ ছবির ঘোষণা ম্যাডক ফিল্মসের
Good news at the beginning of the new year, Maddock Films announces a bunch of films

Truth Of Bengal: ম্যাডক ফিল্মস মানেই হরর কমেডি ঘরানার ছবি। আর নতুন বছর পড়তে না পড়তেই একগুচ্ছ ছবি নিয়ে হাজির ম্যাডক ফিল্মস। একসঙ্গে ৮ টি ছবির ঘোষণা করল এই প্রযোজনা সংস্থা। তালিকায় রয়েছে, ‘থামা’, ‘শক্তিশালিনী’,‘ভেড়িয়া ২’, ‘চামুণ্ডা’, ‘স্ত্রী ৩’, ‘মহা মুঞ্জিয়া’,‘মহাযুদ্ধ’ এবং ‘দুসরা মহাযুদ্ধ’।
তবে জানেন কি, কবে মুক্তি পাবে এই ৮ টি হরর কমেডি ঘরানার ছবি? ম্যাডক ফিল্মসের তরফে জানানো হয়েছে, ‘থামা’ ২০২৫ সালের দিওয়ালিতে মুক্তি পাবে। ‘শক্তিশালিনী’ মুক্তি পাবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরে। ‘ভেড়িয়া ২’ রিলিজ করবে ২০২৬ সালের ১৪ আগস্ট। অন্যদিকে ২০২৬ সালে ম্যাডক ফিল্মস-এর তরফে আরও একটি সিনেমা আসছে। যার নাম- ‘চামুণ্ডা’।
View this post on Instagram
২০২৭ সালের আগস্টে ‘স্ত্রী ৩’র পাশাপাশি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জিয়া’। আর ২০২৮ সালেও দু দুটো রিলিজ রয়েছে প্রযোজক দীনেশ বিজনের তরফে। ‘মহাযুদ্ধ’ মুক্তি পাবে ১১ আগস্ট এবং ‘দুসরা মহাযুদ্ধ’ সেই বছরেরই অক্টোবরে পুজোর মরশুমে আসবে। অর্থাৎ আগামী তিন বছর এক সে বার কার এক ছবি নিয়ে আসছে ম্যাডক ফিল্মস।
উল্লেখ্য, গতবছর ম্যাডক ফিল্মসের সব থেকে সফল ছবি ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত এই ছবি বক্স অফিসে প্রায় ৯০০ কোটির বেশি ব্যবসা করেছিল। তারপর থেকেই অধীর আগ্রহে ছবির তৃতীয় ভাগের অপেক্ষায় ছিল সকল সিনেপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালের আগস্টে মুক্তি পাবে ‘স্ত্রী ৩’।
অন্যদিকে বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ছবির ও দ্বিতীয় ভাগ নিয়েও কম উন্মাদনা নেই সকলের। ‘ভেড়িয়া ২’ রিলিজ করবে ২০২৬ সালের ১৪ আগস্ট। পাশাপাশি চলতি বছরের দিওয়ালিতে আসছে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দানার নতুন ছবি ‘থামা’। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্স -এ এই ছবিতে ফুটিয়ে তোলা হবে এক প্রেমকাহিনী। সব মিলিয়ে বলা যায় আগামী কয়েক বছরে ম্যাডক ফিল্মসের ঝুলিতে রয়েছে একের পর এক চমক।