
The Truth of Bengal: প্রকাশ্যে এল ‘গণপথ’ ছবির টিজার। একেবারে ভয়ে কাঁটা ধরানো সেই টিজার। ২০৭০ সালের প্রেক্ষাপটে এই ছবিটি যে অ্যাকশন দৃশ্যে ভরপুর তা টিজারেই স্পষ্ট। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। টাইগার ও কৃতী, দুজনকেই দেখা গেল অ্যাকশন অবতারে।
তাঁদের বিপক্ষে দেখা গেল আন্তর্জাতিক স্তরের শত্রুদের। তবে যা নজর কাড়ল তা দুর্ধর্ষ মানের ভিএফএক্সের ব্যবহার, যা এখনও পর্যন্ত তেমনভাবে কোনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। দর্শকের সামনে ওয়ার্ল্ড-ক্লাস সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে আসার জন্য কোনও কসরত বাকি রাখেননি জ্যাকি ভগনানি।
ফলস্বরূপ এমন এক টিজার, যা দর্শককে মুগ্ধ করেছে তাইই নয়, সেই সঙ্গে তাঁদের অপেক্ষা আরও বাড়িয়ে তুলেছে। সবঠিক থাকলে ‘গণপথ’ ছবিটি মুক্তি পাবে ২০শে অক্টোবর। আর এই ছবির টিজার দেখার পর ছবি মুক্তির দিকেই তাকিয়ে রয়েছে ভক্তরা।
Free Access