জঙ্গলের মাঝে বাঘের ছাল জড়িয়ে ফটোশ্যুট! ভাইরাল অর্জুনের বান্ধবী
Gabriella Demetriades Viral Photoshoot

- অর্জুন রামপাল
- গ্যাবরিয়েলা
- বেবি বাম্প
The Truth of Bengal: হাল ফ্যাশনের যুগে বেবি বাম্পের ফটোশ্যুট খুবই সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে। কখনও বেটারহাফের সঙ্গে ফটোশ্যুট তো কখনও আবার সিঙ্গল ফ্রেমেই বাজিমাৎ করেন তারকারা। এবার সংযোজন অর্জুন বন্ধু গ্যাবরিয়েলা। ঘন জঙ্গলের মাঝে বাঘের ছাল জড়িয়ে বেবি বাম্পের ফটোশ্যুট করতে দেখেছেন? অর্জুন রামপালের পার্টনার গ্যাবরিয়েলা কিন্তু, এমনটা করেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বেবি বাম্পের নতুন ছবি দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছে নেটপাড়া।
প্রসঙ্গত, অ্যানিমল প্রিন্টেড খোলামেলা ড্রেসে ফটোশ্যুট করেছেন। তাই নেটিজেনদের মধ্যে কেউ কেউ মজা করে লিখেছেন, এ তো পুরো সিংহি অবতারে প্রেগন্যান্সি শ্যুটের সঙ্গে ওয়াইল্ড ভাইবসের এক অদ্ভুত মেলবন্ধন। গ্যাবরিয়েলা বেবি বাম্পের নতুন ছবি আপলোড করতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বলি বিউটি লিসা হেডন মজা করে লিখেছেন, জুইসি মাম্মা। অভিনেত্রী নিজেই যথেষ্ঠ বোল্ড অবতারে বেবি বাম্প শো করে চর্চায় ছিলেন।
২০১৮ সাল থেকে একে অপরকে চেনেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলাকে ভালোবেসেই মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুশকের দাম্পত্য জীবনে ইতি টানের অর্জুন। ২০১৯-এর ২৩ এপ্রিল তাঁদের প্রথম সন্তান আসার খবর দিয়েছিলেন খোদ অর্জু রামপাল। চার বছরের ব্যবধানে ফের অর্জুন রামপাল ও গ্যাবরিয়েলার জীবন আসছে নতুন সদস্য। ফের মা-বাবা হওয়ার আনন্দে গা ভাসিয়েছেন লাভবার্ডস। যদিও তাঁদের আইনি বিয়ে হয়নি। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গেও দুই কন্যা সন্তান রয়েছে অর্জুনের। তাঁদের নাম মায়রা ও মাহিকা। যাদের বয়স ১৭ ও ২১। এদিকে ৫০ বছরের অর্জুন চতুর্থবারের জন্য বাবা হতে চলেছেন। প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে পড়ছে। গ্লোয়িং মাম্মার প্রাশংসায় পঞ্চমুখ নেটপাড়া।