যৌনপল্লী থেকে রাজনীতির ময়দানে,প্রকাশ্যে পাওলি নতুন সিরিজের প্রথম ঝলক
From the sex industry to the political arena, Pauly is the first glimpse of the new series

Truth Of Bengal: এবার রাজনীতির ময়দানে অভিনেত্রী পাওলি দাম! না রিয়েল লাইফে নয় রিল লাইফে। আসছে তার নতুন সিরিজ ‘জুলি’। সেখানেই রাজনীতিবিদের চরিত্রেদেখা যাবে অভিনেত্রীকে। যৌনপল্লী এলাকা থেকে রাজনীতির ময়দানে নারীর ক্ষমতায়নের গল্প বলবে পরিচালক অরিত্র সেনের এই সিরিজ। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজ়ে পাওলি অভিনয় করেছিলেন।
ভালবাসা, বিচ্ছেদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা উঠে আসবে ‘জুলি’ ওয়েব সিরিজে। প্রকাশ্যে এসেছে সিরিজের পাওলির প্রথম দুটি লুক। একটি ছবিতে পাওলি ধরা দিয়েছেন যৌনকর্মী লুকে। অন্যটিতে রাজনীতিবিদের লুকে।‘জুলি’ সিরিজে পাওলি ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, কৌশিক সেনও সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। এই রাজনৈতিক পেক্ষাপট সিরিজে কৌশিক সেনকে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে।অন্যদিকে সিবিআই আধিকারিকের চরিত্রে দেখা যাবেগৌরব চট্টোপাধ্যায়কে। ‘জুলি’ সিরিজের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন প্রোডাকশনের কাজ চলছে।
আগামী মাসে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। সিরিজ প্রসঙ্গে পরিচালক অরিত্র সেন বলেন “ ‘জুলির চরিত্রটা যখন আস্তে আস্তে গঠন করছি, তখনই আমার মাথায় প্রথম আসে পাওলির কথা। এর আগে কালী ওয়েব সিরিজের সঙ্গে কাজ করেছি পাওলির সঙ্গে। জুলি এমন একটা চরিত্র, যাতে দুর্দান্ত একটা পারফরম্যান্সের দরকার ছিল। জুলি এমন একটা চরিত্র যে নিষিদ্ধ পল্লী থেকে বেরিয়ে একটা সাধারণ জীবনে প্রবেশ করেছে শুধুমাত্র নিজের মেধার জোরেই। রাজনীতির মধ্যে যে বদ্ধ ধ্যানধারণাগুলি রয়েছে, সেগুলোকে চ্যালেঞ্জ করে ‘জুলি”