
The Truth of bengal: সঞ্জয়লীলা বনসালি ওটিটিতে ডেবিউ করছেন তাঁর নতুন ওয়েব সিরিজ হীরামান্ডির সৌজন্যে। বেশকিছু দিন ধরেই এই সিরিজটি চর্চার কেন্দ্রে ছিল। এই সিরিজে একঝাঁক বলিউড অভিনেত্রীদের দেখা যাবে। এই সিরিজের হাত ধরে ওয়েবে আত্মপ্রকাশ করতে চলেছেন মণীষা কৈরালা। সম্প্রতি এই সিরিজের প্রথম গান ‘সকাল বানা’ সামনে এল। রাজা হাসানের গাওয়া সেই গানের ঝলক রইল আজকের বিনোদনের সাতকাহনে।