
The Truth of Bengal: ওহ মাই গড ছবিটি বিপুলভাবে সাফল্য লাভ , আবারও হারিয়ে যাওয়া আসন ফিরিয়ে দিয়েছে অক্ষয় কুমারকে। নিজের ৫৬ তম জন্মদিনে অনুরাগীদের বিশেষ এই উপহার নিয়ে হাজির ,তিনি। প্রকাশ্যে এল অক্ষয় অভিনীত ওয়েলকাম টু দ্যা জঙ্গলের প্রথম ঝলক। ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-র প্রথম ঝলকে দেখা যাচ্ছে আর্মি পোশাকে হাতে বন্দুক নিয়ে সারিবদ্ধভাবে রয়েছে এই ছবির লিড তারকারা।
আর সকলে মিলে ‘টুনাক টুনাক টুন’ গানটি গাইছেন। আর তারপরই আলাদা আলাদা ভাবে প্রত্য়েকটি তারকাকে ক্য়ামেরা আলাদা করে ফোকাস করে। ২০২৪-এর ২০ ডিসেম্বর বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ওয়েলকাম টু দ্য জঙ্গল। এই ভিডিও অক্ষয় পোস্ট করে তিনি লিখেছেন, নিজেকে ও আপনাদেরকে জন্মদিনের উপহার দিলাম। প্রথম দুটি পর্ব বেশ জনপ্রিয়তা পেয়েছিল, তাই এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে স্বাবাবিকবাবেই দর্শকদের আলাদা উন্মাদনা কাজ করছে।
আর সেই তৃতীয় পর্ব নিয়েই হাজির হচ্ছেন নির্মাতারা। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে এবং সাজিদ এ নাদিওয়ালা। আর ছবির পরিচালক আহমেদ খান। ছবির প্রথম ঝলকেই স্পয্ট যে, ‘জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে আবারও ফিরছেন ‘খিলাড়ি’।