বিনোদন
অবশেষে নন্দনে অনীকের ‘অপরাজিত’, কীভাবে হল পেলেন পরিচালক?
Finally Nandane Anike's 'Aparajit', how did the director get it?

The Truth Of Bengal : অবশেষে নন্দনে ঠাঁই হল পর্দার সত্যজিৎ অর্থাৎ অপরাজিত’র।মুক্তির প্রায় দু-বছর পর নন্দনে প্রদর্শিত হবে অনীক দত্ত পরিচালিত ও জিতু কমল অভিনীত অপরাজিতর। ছবিটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল বাংলা চলচ্চিত্রের আতুঁর ঘর নন্দন। জিতু কমল সত্যজিৎ রূপে যেমন নিজেকে তুলে ধরেছিলেন ৷ ঠিক তেমনই ছবির সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে গল্প সবটাই মন ছুঁয়েছে সিনেপ্রেমীদের ৷
তবে এতকিছুর পরও নন্দনে জায়গা হয়নি অপরাজিত’র। এই নিয়ে দর্শক মহলে জলঘোলা কম হয়নি।প্রতিবাদ এবং লেখালিখি হয়েছিল সংবাদপত্রে।অবশেষে বছর দু’য়েক পর নন্দনে আসছে ‘অপরাজিত’। কনটেম্পোরারি ইন্ডিয়ান ফিল্মসের এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে অনীক দত্তের ‘অপরাজিত’। এই চলচ্চিত্র উৎসবের শেষদিন ১৮ এপ্রিল বিকেল ৫টায় দেখানো হবে অপরাজিত।