রামলালার দর্শনে ফিল্মি তারকারা, ঠান্ডা লড়াই ভুলে রামমন্দিরে রণবীর ও ক্যাটরিনা
Filmi stars in Ramlala's

The Truth of Bengal: রামের দর্শনে মিশে গেল বলিউড ও দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রী। সোমবার রামমন্দিরের উদ্বোধনে অযোধ্যায় উপস্থিত বিগ বি ও জুনিয়ার বি এবং দক্ষিণি সুপারস্টার রামচরণ ও তাঁর বাবা চিরঞ্জিবীও। বর্তমানে দক্ষিণী ছবির রমরমায় চাপা পড়ছে বলিউডি গ্ল্যামার। বক্স অফিসেও হিন্দি ছবিকে পিছনে ফেলেছে দক্ষিণ ভারত। তবে, রাম দরবারে এসে ভ্যানিস হয়ে গেল বলিউড ও দক্ষিণের কোল্ড ওয়্যার।
সকলের মুখেই রাম ধুন শোনা গেল। অন্যদিকে, রামলালার প্রাণপ্রতিষ্ঠা দেখতে অযোধ্যায় হাজির বড়পর্দার সেলিব্রিটিরা। বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। এদিন রামমন্দিরের সামনে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ নিজেদের তিক্ততা ভুলে একসঙ্গে ক্যামেরায় ধরা দিলেন। মন্দির সংলগ্ন এলাকায় রণবীর-আলিয়ার সঙ্গে দেখা গেল বলিউড পরিচালক রোহিত শেট্টিকেও।
স্বামীকে নিয়ে পৌঁছেছিলে্ন মাধুরী দীক্ষিতও। উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ ও আয়ূষ্মান খুরানাসহ একাধিক ফিল্মি নক্ষত্ররা। ফিল্মি তারকাদের পাশাপাশি হরিহরণ, কৈলাশ খের ও সোনু নিগমদের মত জনপ্রিয় সঙ্গীতশিল্পীদেরও দেখা গেল রাম জন্মভূমিতে। ফলে গোটা দেশের সঙ্গে গ্ল্যামার দুনিয়াও যে রামজোয়ারে ভাসছে, তা বলা যেতেই পারে।