‘ব্যাড নিউজ’ নিয়ে আবেগঘন পোস্ট ক্যাটরিনার, স্বামীর অভিনয় নিয়ে কী লিখলেন ভিকি ঘরণী?
Emotional post about 'Bad News' Katrina, what did Vicky Gharani write about her husband's performance?

The Truth Of Bengal : ১৯ জুলাই বড় পর্দায় মুক্তি পেল আনন্দ তিওয়ারি পরিচালিত ‘ব্যাড নিউজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল, অ্যামি ভির্ক এবং তৃপ্তি দিমরি। ছবিটি মুক্তি পাওয়ার এক দিনের মধ্যেই এবার ছবি দেখে রিভিউ লিখে ফেললেন ক্যাটরিনা কাইফ। মূলত ছবিটি নিয়ে কী লিখলেন অভিনেত্রী? বরের প্রশংসা করলেন নাকি নিন্দা?
গত বৃহস্পতিবার রাতে এই ছবির কলাকুশলীদের নিয়ে একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই ভিকির সাথে পৌঁছন ক্যাটরিনা। এদিন ভিকি ঘরনির পরনে ছিল সাদা রঙের টপ এবং স্কার্টের এবং একই রঙের ব্লেজার পরেছিলেন তিনি। অন্যদিকে ভিকি অল ব্ল্যাক লুকে ধরা দেন।
এদিন ছবিটি দেখে একপ্রকার রিভিউ দিলেন ক্যাটরিনা কাইফ। তিনি তাঁর নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ‘ব্যাড নিউজ’ ছবির একটি পোস্টার শেয়ার করেন। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী তাতে লিখেছেন, “ অবশেষে সেই দিন চলেই এল। ভীষণ মজা লাগল ছবিটি দেখে। পঞ্জাবি ছেলেদের সঙ্গে ব্রোম্যান্স যেন এক আলাদা মাত্রা পেল। দারুণ রসায়ন এবং টাইমিং। ভিকি কৌশল তুমি বারবার আমায় মুগ্ধ করেছ। বড় পর্দায় তোমায় দেখার মজাই আলাদা। শুধু যে স্বামীর অভিনয়ের প্রশংসা করছেন অভিনেত্রী তা নয় এর সাথে অন্যদিকে তৃপ্তি দিমরির প্রশংসায়ও পঞ্চমুখ তিনি। এদিনের ওই পোস্টে চোখে লাভ সাইন দেওয়া ইমোজি পোস্ট করেছেন তিনি।