বিনোদন

সম্পর্ক ভাঙার কারণ কী ইগো? সাধারণ মানুষের জীবনের গল্প নিয়ে আসছে ঈশার ‘অন্তরমহল’

Ego is the reason for breaking the relationship? Isha's 'Antarmahal' brings stories of common people's lives

The Truth Of Bengal : একবারে সাধারণ সংসার। একেবারে সাধারণ জীবন যাপন। তার মাঝেই লুকিয়ে থাকে কত গল্প। এমনই সাধারণ মানুষের জীবনের ঘটে যাওয়া গল্প নিয়ে আসছে ঈশার অন্তরমহল। ট্রেইলারেই শুরুতেই দেখা যাচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে সন্তান না হওয়ার কারণে। তবে এখানেই দেখা যাচ্ছে পুরুষত্বের অহংকার। কখনো নিজের খামতি স্বীকার করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

আবার কখনো স্ত্রীর হাম্তি ধরতে তৎপরতা দেখা যাচ্ছে। এরই মধ্যে আবার আসছে তৃতীয় ব্যক্তি! সম্প্রতি হইচই থেকে এই অন্তরমহলের ট্রেলার প্রকাশ্যে আনা হয়েছে। ইশা সাহা, সৌরভ দাস, স্বস্তিকা দত্ত, অর্পণ ঘোষাল, রিতা দত্ত চক্রবর্তী, শ্রীতমা রায়চৌধুরী সহ আরো বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন এই সিরিজে।

নীল বি মিত্রের কলমে সাধারণ দাম্পত্য জীবনের বিভিন্ন ছকের গল্প উঠে এসেছে। পরিচালনা করেছেন অভ্রজিত সেন। জিএফ প্রোডাকশন হাউজের তরফে নির্মিত ‘অন্তরমহল’ আগামী ২৪শে আসতে চলেছে দর্শকের সামনে।

 

FREE ACCESS

Related Articles