বিনোদন

লার্জার দ্যান লাইফ নয় ‘ডাঙ্কি’, রক্তাক্ত বলিউডে জীবনের গল্প

Dunki Review

The Truth of Bengal: একদিকে থাকে সুদিনের স্বপ্ন, বিদেশ যাওয়ার হাতছানি। আরেকদিকে বাড়ি, পরিবার, আত্মীয় পরিজন ও চেনা মুখ ছেড়ে চলে যাওয়ার কষ্ট। তবুও সবটা মেনে অনেকেই সুদিনের আশায়, স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে পাড়ি দেন বিদেশে। কেউ কেউ আবার  ভিসা না পেয়ে বেছে নেন বেআইনি পথ ডাঙ্কি। তারপর তাদের শেষ পর্যন্ত কী হয় সঙ্গে সেটারই এক নিদারুণ গল্প উঠে এল রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে।

প্রথমেই বলে রাখা ভাল শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ দেখার পর যদি ‘ডাঙ্কি’ ছবিতেও সেই ‘লার্জার দ্যান লাইফ’ বা অ্যকশন স্টান্টরত সুপারস্টার শাহরুখ খানকে খুঁজতে চান, তাহলে খানিক হতাশ হতে হবে। বলিউড বাদশার হিরোইজম না থাকলেও এই ছবির ‘নায়ক’ অবশ্যই তিনি। তবে তা পুরোটাই পরিচালক রাজকুমার হিরানির মোড়কে তৈরি নায়ক।ফলে ছবিতে বারবার ফিরে পাবেন সেই ‘রোম্যান্টিক’ শাহরুখ খানকে। যা ছবির ট্রেলারে একদম স্পষ্ট করেন নি পরিচালক রাজকুমার হিরানি। এই ছবি জওয়ান বা পাঠানের মত হয়তো ঝড় তুলতে পারবে না, কিন্তু সিনেমাটা পুরোটাই প্রাণবন্ত। আর এটাই ক্যারিশ্মা পরিচালকের। ডাঙ্কি-তে যেমন অ্যাকশন পাবেন, তেমনই মিলবে রোম্যান্সের ঝলক, আবেগ, পরিবারের বাঁধন সবটাই, তবে সবটাই একেবারে চিত্রনাট্যের যতটা প্রয়োজন ঠিক ততটাই।

শাহরুখ খানের এই বছর মুক্তি পাওয়া পাঠান বা জওয়ানের থেকে ডাঙ্কি একেবারেই আলাদা। বছর শেষে  দর্শক এবং ভক্তদের অন্য কিছু উপহার দিলেন কিং খান। তাঁর হিউমার সেন্স এবং কমিক টাইমিং এই ছবির অন্যতম আকর্ষণ হতে পারে। তাঁর ডায়লগ এবং সাবলীল অভিনয় দেখে আপনি খিলখিলিয়ে হাসতে বাধ্য। আবার তেমনই কোনও ইমোশনাল বা রোম্যান্টিক সিনে তাঁর অভিনয় বরাবরের মতোই নজর কেড়েছে। অন্যদিক তাপসী পান্নু ফাটিয়ে দিয়েছেন। রোমান্টিক দৃশ্য থেকে কমেডি সবেতেই পাঞ্জাবী কুড়ি হয়ে উঠেছে আমাদের মন্নু। ছবির আরও দুই চরিত্র বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার নিজ নিজ ভূমিকায় যথাযথ। তবে অল্প সময়ে আলাদা ভাবে নজর করলেন ভিকি কৌশল। তাঁর মনোলগ হোক বা ইমোশনাল ডায়লগ সবেতেই যেন ছাপিয়ে গিয়েছেন সকলকে।

‘পাঠান’ বা ‘জওয়ান’ ছবির মতো ‘ডাঙ্কি’ শাহরুখ খানের চেয়েও বেশি রাজু হিরানির ছবি। আগের দুই ছবিতে শাহরুখের ‘কামব্যাক’ দেখেছেন দর্শক, আর ‘ডাঙ্কি’তে তিনি যেন থিতু হতে চেয়েছেন পরিচালকের হাতে। ছবির মেকিং অত্যন্ত সুন্দর। এই সিনেমা আপনাকে হাসাবে, কাঁদাবে, প্রেমে ফেলবে, স্বপ্ন দেখাবে, উদ্বিগ্ন করবে, ভাবাবে। সবচেয়ে বড় কথা, এই ছবি আপনাকে বিদেশে দুর্দান্ত জীবনযাপনের স্বপ্নের উল্টো পিঠটাও দেখাবে। আপনার মধ্যে ঘরে ফেরার টান অনুভব করাবে। জীবনের ঝুঁকি নিয়ে বেআইনিভাবে কাঁটাতার পেরিয়ে যে মানুষেরা পৌঁছয় বিদেশের মাটিতে, কেমন হয় তাদের জীবন? আদৌ কি তারা সবসময় পৌঁছতে পারেন লক্ষ্য ? সেই কথাই বলবে এই ছবি।  বলে রাখা ভাল, এখানে গোটা ছবি ধরে শাহরুখ খানই রাজত্ব করেছেন এমন নয়, অন্যরাও সমান গুরুত্ব পেয়েছেন।তাঁর আগের ছবির মত এই ছবিতেও সুপারস্টার থাকলেও তা কখনোই লার্জার দ্যান লাইফ হয়ে ওঠেনি।আর এখানেই বুঝি জিত হয় পরিচালক রাজু হিরানির।

Related Articles