‘ও লড়কি জো..’ শাহরুখ ম্যাজিকে মঞ্চ কাঁপালেন ডুয়া লিপা!
dua lipa sings shahrukh khan song woh ladki jo in her concert

Truth Of Bengal : ডুয়া লিপা, ব্রিটিশ এই গায়িকার জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়ে। সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে এই তারকার ঝুলিতে। বিশ্বের বিভিন্ন জায়গায় ডুয়া লিপা কনসার্ট করেন। বিশ্বের বিভিন্ন জায়গার মতই ভারতেও তার জনপ্রিয়তা দারুণ। গত ৩০ নভেম্বর ভারতে কনসার্ট ছিল লিপার। জোমাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টের জন্যে শনিবার মুম্বইয়ে পারফরম্যান্স করেন ডুয়া লিপা। তবে গায়িকার এই কনসার্টের চমক ছিলেন শাহরুখ খান। আসলে কনসার্ট করতে এসে লিপা গিয়েছিলেন শাহরুখের গানের ম্যাশআপ। আর তার এই পারফরমেন্সের সাক্ষী থাকল লিপার অগুণিত ভক্ত।
Levitating x Woh Ladki Joh collab finally happened at #DuaLipa‘s Mumbai concert. pic.twitter.com/7AJ6Zth27J
— Tejan Shrivastava (@BeingTeJan) November 30, 2024
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ডুয়া লিপার এই শাহরুখ স্পেশাল পারফরম্যান্স ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল।কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠেন ব্রিটিশ পপ তারকা। সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন। সেই ভিডিও নিজের ইন্সটা হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান ও। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালোবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন সুহানা।
উল্লেখ্য, ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন তখন তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘আমি নতুন শর্তে বাঁচতে শিখলাম। আর সেটা ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? কী দারুণ সুন্দরী যুবতী একজন আর ওঁর গলা। ওঁকে অনেক ভালবাসা জানাই।’ সবমিলিয়ে বলাই যায় শাহরুখ ম্যাজিকে মজে ব্রিটিশ গায়িকা ডুয়া লিপাও।