Drishyam 3: ‘দৃশ্যম ৩’-এর মুক্তির দিন ঘোষণা, কবে আসছে এই মেগা থ্রিলার?
আগামী ২০২৬ সালের ২ অক্টোবর মহালয়ার সময় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি।
Truth of Bengal: বিজয় সালগাঁওকারের রহস্যময় পৃথিবী আবারও ফিরছে বড় পর্দায়। ভারতীয় সিনেমার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় পর্ব নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে দিনক্ষণ ঘোষণা করলেন নির্মাতারা। অজয় দেবগণ অভিনীত এই থ্রিলার সিরিজের প্রথম দুটি ছবি বক্স অফিসে যে পরিমাণ সাফল্য পেয়েছিল, তার রেশ ধরেই এবার আসতে চলেছে দৃশ্যম ৩। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের ২ অক্টোবর মহালয়ার সময় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি।
অজয় দেবগণকে ছাড়া বিজয়ের সেই চতুর ও তীক্ষ্ণ চরিত্রটি কল্পনা করা দর্শকদের কাছে অসম্ভব। নির্মাতাদের পক্ষ থেকে দেওয়া ইঙ্গিত অনুযায়ী, দৃশ্যম ৩ হয়তো এই ফ্র্যাঞ্চাইজির শেষ বা চূড়ান্ত পর্ব হতে চলেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে গল্পের সমাপ্তি কীভাবে হবে এবং বিজয় সালগাঁওকার এবার কীভাবে আইন ও পুলিশের জাল থেকে নিজেকে বাঁচাবে, তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।
সিনেমার ইতিহাসে দৃশ্যম সিরিজের একটি বিশেষ যাত্রা রয়েছে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম ছবি, যা দর্শকদের চমকে দিয়েছিল। দীর্ঘ সাত বছরের বিরতির পর ২০২২ সালে আসে দ্বিতীয় পর্ব, যা প্রথম ছবির সাফল্যকেও ছাপিয়ে যায়। এবার আবারও চার বছরের বিরতি নিয়ে ২০২৬ সালে বড় পর্দায় ফিরছেন অজয় দেবগণ। অভিনেতার সুদীর্ঘ কর্মজীবনে এই চরিত্রটি অন্যতম মাইলফলক হিসেবে পরিচিতি পেয়েছে।
ছবির চিত্রনাট্য নিয়ে এখনই বিশেষ কিছু খোলসা না করলেও নির্মাতারা জানিয়েছেন, এবার রহস্যের জাল হবে আরও জটিল। চতুর্থ শ্রেণির পাশ করা সাধারণ এক কেব্ল অপারেটর কীভাবে নিজের বুদ্ধিকে হাতিয়ার করে পরিবারের অস্তিত্ব রক্ষা করে, সেই লড়াইয়ের চূড়ান্ত অধ্যায় দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে দর্শক।






