
The Truth of Bengal: শশাঙ্ক চতুর্বেদীর আসন্ন থ্রিলার দো পাত্তি দিয়ে কাজল ও কৃতি শ্যানন একে-অপরের মুখোমুখি হতে চলেছেন।একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি টিজার রিলিজ করে ছবির ঘোষণা করা হয়। সেই টিজারে পুলিশের চরিত্রে দেখা গেল কাজলকে। অন্যদিকে ছবির প্রথম ঝলকে কৃতির চরিত্রটার পুরো আভাস মেলে নি। টানটান উত্তেজনা ধরা পড়ছে ছবির সদ্য প্রকাশিত টিজারটিতে। তাই, দুই বলি নায়িকার যুগলবন্দি দেখতে এখন নজর রাখা যাক দো পাত্তির টিজারে।